ভিন্ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আয়ারল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ-উইন্ডিজদের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড। ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
ত্রিদেশীয় সিরিজের আগে এই ম্যাচটি আইরিশদের কাছে অনেক গুরুত্ব পাচ্ছে। ইংল্যান্ডের মত দলের বিপক্ষে ভালো পারফর্মেন্স বা জয় আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে দলটির জন্য।
দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড অবশ্য আশাবাদী ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার জন্য। ২০১১ বিশ্বকাপে ইংলিশদের হারানোর স্মৃতি রয়েছে তাঁদের। এটাই এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র জয়।

অন্যদিকে অধিনায়ক ইয়ন মরগান পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালাই করে নিতে চান এই ম্যাচ দিয়েই। তাই এই ম্যাচে জয় ছাড়া কোন কিছুই ভাবছে না ইংলিশরা।
এছাড়া এই ম্যাচ দিয়েই ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে যাচ্ছে পেস বোলিং অলরাউন্ডার জোফরা আর্চারের। এই ম্যাচ এবং পাকিস্তান সিরিজে ভালো করলে তাঁর জন্য সুযোগ থাকছে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার।
তবে ইংল্যান্ড দলের ওপেনিং পজিশনে ভিন্নতা দেখা যাবে এই ম্যাচে। জেসন রয়ের ইনজুরি, জনি বেয়ারস্টোর বিশ্রাম এবং অ্যালেক্স হেইলসের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে নতুন ওপেনিং জুটি পাচ্ছে ইংলিশরা।
জেমস ভিন্স এবং ডেভিড মালান সামাল দিবেন ওপেনিং পজিশনে, ১০ বছর পর ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন জো ডেনলি আর ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে উইকেট রক্ষক বেন ফোকসের।
আইপিএলে ব্যস্ত সূচি কাটিয়ে ফেরায় এই ম্যাচে বিশ্রামে থাকছেন জস বাটলার, বেন স্টোকস এবং মঈন আলি। তাই ইয়ন মরগানের অধীনে দেখা যাবে ভিন্ন এক ইংল্যান্ডকে।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশঃ উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালব্রিন, কেভিন ও'ব্রায়েন, জেমস ম্যাককোলা, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), মার্ক অ্যাডাইর, জর্জ ডকরেল, টিম মুরতাগ, বয়েড র্যাঙ্কিন, ব্যারি ম্যাকার্থি
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ জেমস ভিন্স, ডেভিড মালান, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জো ডেনলি, বেন ফোকস (উইকেট রক্ষক), ডেভিড উইলি, জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট , টম কারান।