গেইলকে ছাড়ানোর প্রহর গুনছেন রাসেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে ব্যাট হাতে রীতিমত ছক্কার পসরা নিয়ে বসেছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান রিক্রুট আন্দ্রে রাসেল। এখন পর্যন্ত কেকেআরের হয়ে ১২টি ম্যাচে ৫০টি ছয় হাঁকিয়েছেন তিনি।
এরই সাথে আইপিএলের এক আসরে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডের খুব কাছে অবস্থান করছেন রাসেল। তাঁরই স্বদেশী ক্রিস গেইল এর আগে ২০১২ সালের আইপিএলে মোট ৫৯টি ছয় হাঁকিয়েছিলেন। যা কোনো ব্যাটসম্যানের এক আসরে সবথেকে বেশি ছয়ের রেকর্ড।
গেইলকে টপকাতে আর মাত্র ১০টি ছয় হাঁকাতে হবে রাসেলকে। সেই লক্ষ্য পূরণ করার সুবর্ণ সুযোগও রয়েছে তাঁর সামনে। কলকাতার হয়ে প্লে অফের আগে আরো দুটি ম্যাচ খেলবেন তিনি।

যার একটি আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। এরপর আগামী ৫ই মে মুম্বাইয়ের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবেন রাসেল। পরবর্তীতে প্লে অফে পা রাখতে পারলে আরো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই ক্যারিবিয়ান। সুতরাং সবমিলিয়ে গেইলকে ছাড়িয়ে নতুন করে ছক্কার রেকর্ডটি নিজের করে নেয়ার জোর সম্ভাবনা আছে রাসেলের।
এদিকে এবারের আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের তালিকায় রাসেলের পর অবস্থান গেইলের। পাঞ্জাবের হয়ে খেলা এই ব্যাটসম্যান ১১ ম্যাচে ৩২টি ছক্কা মেরেছেন।
তালিকার তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের। পান্ডিয়া মোট ১৩ ম্যাচে মোট ২৮টি ছক্কা হাঁকিয়েছেন। যেখানে ডি ভিলিয়ার্সের ছক্কার সংখ্যা ১২ ম্যাচে ২৬টি।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রয়েছেন পঞ্চমে। আইপিএল ছাড়ার আগে মোট ১২টি ম্যাচে ২১টি ছক্কা মেরেছেন তিনি।
উল্লেখ্য আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে রাসেলদের কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কলকাতার।
এখন পর্যন্ত ১২টি ম্যাচে মাত্র ৫টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে আছে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কেকেআর। আজ জয়ের জন্য রাসেলের ব্যাটে ভরসা করবে তারা অনেকখানি।