promotional_ad

মাঠে ফিরছেন অ্যালেক্স হেইলস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাঠে ফিরছেন ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ওপেনার অ্যালেক্স হেইলস। দেশটির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। শুক্রবার ডারহামের বিপক্ষে ম্যাচে নটিংহ্যামশায়ারের একাদশে দেখা যাবে যাবে তাঁকে। বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ তাঁর মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। 


ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতন ডোপ টেস্টে ধরা পড়ার কারণে তাঁকে ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এরপর পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াড থেকে হেইলসের নাম সরিয়ে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।



promotional_ad

এর আগে ব্যক্তিগত কারণে হুট করে চলমান ওয়ানডে কাপে অংশ নেন নি হেইলস। ঘরোয়া ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের বিশ্রামে গেলেও জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে অংশ নেন তিনি। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর ওয়ানডে কাপে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার আগে ক্লাবটির কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে নিজের বিগত কৃতকর্মের জন্য দুঃখ এবং অনুশোচনা প্রকাশ করেছেন হেইলস।


'বৈঠকটি ছিল খোলামেলা, সৎ এবং গঠনমূলক ছিল এবং দুই পক্ষই শেষ পর্যন্ত রাজি হয়েছে। অ্যালেক্স তাঁর কাজের জন্য দুঃখ এবং অনুশোচনা প্রকাশ করেছে। এই কাজের জন্য তাঁকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। সে স্বীকার করেছে তাঁর এই অবস্থার জন্য সে নিজেই দায়ী।


'সে জানে তাঁকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে মানুষের কাছে তাঁর হারানো সম্মান ফিরে পেতে। কিন্তু এখন সে এই লক্ষ্যই স্থির করেছে। সব কিছু বিবেচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটাই হেলসের জন্য সঠিক সময় নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে ফেরার,' বলেছেন নটিংহ্যামশায়ার কাউন্টির কর্তৃপক্ষ।



বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া যে কোনো ক্রিকেটারের জন্য হতাশাজনক। অ্যালেক্স হেইলসের জন্য সামনের পথটাও সহজ নয়। বিষয়টি ভালোই জানা তাঁর কাউন্টি কোচ ও সাবেক ইংল্যান্ড কোচ পিটার মোরেসের। 


'আমি চাই সে ঘুরে দাঁড়াক। কারণ বিশ্বকাপ দল থেকে বাদ যাওয়াটা অনেক হতাশাজনক যে কারও কাছে। আমি আশা করি সে ভালোভাবে ঘুরে দাঁড়াবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball