ইনজুরিতে স্টিভ স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে ইনজুরির কবলে পড়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথ। রবিবার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলার সময় কনুইয়ের আঘাত পেয়েছিলেন তিনি।
তাঁরই স্বদেশী ডেভিড ওয়ার্নারের একটি ক্যাচ লুফে নিতে গিয়ে ডাইভ দেয়ার ফলে সেই ম্যাচে ইনজুরির শিকার হন স্মিথ। এর আগে বিপিএলের ষষ্ট আসরেও ডান কনুইয়ে ইনজুরির শিকার হয়েছিলেন স্মিথ।

ফলে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে হাতের সার্জারি করানোর কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় এই অজি ব্যাটসম্যানকে।
আইপিএল দিয়ে আবারো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফিরেছিলেন তিনি। আইপিএলে নিজের শেষ ম্যাচে এসে ফের চোটের শিকার হয়েছেন তিনি। স্মিথ অবশ্য নতুন ইনজুরিকে খুব বেশি গুরুতর বলছেন না।
'সব কিছু ঠিক আছে। আমি বেশ জোরে মাটিতে পড়েছিলাম এর আগের থেকে। সার্জারি করার পর আমার এখনো কিছু টিস্যুতে সমস্যা আছে এবং মাটিতে পড়ে যাওয়ার পর কিছুটা প্রভাব পড়েছিল। তবে এতে বেশি সমস্যা হয়নি। সবকিছু ঠিক আছে।'
বর্তমানে ৭০-৮০ ভাগ দিয়ে বল থ্রো করতে পারছেন স্মিথ। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে শতভাগ ফিট হয়ে উঠতে পারবেন বলে আশাবাদী তিনি। 'আমি ৭০-৮০ ভাগ দিয়ে বল থ্রো করতে পারছি। আর কয়েক সপ্তাহের মধ্যে হয়তো শতভাগ দিয়ে করতে পারব।'