সাকিবের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম ৩ দিনের ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ১১৯ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৮৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে।
৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথ দেখাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান সাকিব শাহরিয়ার। জয়ের জন্য আর মাত্র ৩৬ রান দরকার খুদে টাইগারদের।
ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানে ওপেনার সাজ্জাদুল হোসেন মিরাজ মাত্র ৫ রান করে রান আউট হয়ে ফিরেন। এরপর ১৫ রান করে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার মাহফুজুল ইসলাম রবিন।
বেশিক্ষণ টিকতে পারেননি সোহাগ আলীও। তিনি আউট হয়েছেন ৪ রান করে। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সাকিব শাহরিয়ার ও আইচ মোল্লা।
সাকিব অপরাজিত আছনে অপরাজিত ৪৬ রান করে। আইচ অপরাজিত ১১ রান করে। এর আগে, দিনের শুরুতে পাকিস্তানের ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ অল আউট হয় ১৩৯ রান করে।

টাইগার বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৯ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে বড় পুঁজি গড়তে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে তাঁরা গুড়িয়ে যায় মাত্র ১১০ রানে।
দলটির হয়ে একাই ৪৮ রান করেন সামির সাকিব। তাছাড়া ২৪ রান করেছেন আহমদ খান। এই দুইজন ছাড়া পাকিস্তান দলের আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেনি।
বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন আশিকুর রহমান ও মাহফুজুর রহমান রাব্বি। ১টি করে উইকেট গেছে মুশফিক হাসান ও তানভির আলমের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৪৮ অল আউট (৫০.৪ ওভার) (ওয়াকাস-৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৩৯ অল আউট (৪৫.৫ ওভার) (রিহাদ-২৩, সাকিব ৪৩); খালিদ-৫/৩৩, আহমদ-৩/৩৮)
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (দ্বিতীয় ইনিংস): ১১০ অলআউট (৪৪.৩ ওভার) (সামির ৪৮, আহমেদ খান ২৪) (রাব্বি ৪/৩৮, আশিকুর ৪/২১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ৮৩/৩, (২৬ ওভার) (সাকিব শাহরিয়ার ৪৬*, আইচ মোল্লা ১১*) (খালিদ ১/৩১, ফরহাদ ১/১৭)