promotional_ad

পাকিস্তানের বিপক্ষে বিপদে বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ৪৫/৩, (১৮ ওভার) (সাকিব শাহরিয়ার ১৮*, আইচ মোল্লা ১*) (খালিদ ১/১২, ফরহাদ ১/৯) 


পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (দ্বিতীয় ইনিংস): ১১০ অলআউট (৪৪.৩ ওভার) (সামির ৪৮, আহমেদ খান ২৪) (রাব্বি ৪/৩৮, আশিকুর ৪/২১)


পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৪৮ অল আউট (৫০.৪ ওভার) (ওয়াকাস-৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২) 



promotional_ad

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৩৯ অল আউট (৪৫.৫ ওভার) (রিহাদ-২৩, সাকিব ৪৩); খালিদ-৫/৩৩, আহমদ-৩/৩৮)


বিপদে বাংলাদেশঃ স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও হিমশিম খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে। ইতিমধ্যে তিন উইকেট হারিয়ে দলের বিপদ ডেকে এনেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। ওপেনার সাজ্জাদ হোসেন মিরাজ মাত্র ৫ রান করে ফিরেছেন। এরপর মফিজুল ইসলাম রবিন ফিরেছেন ১৫ রান করতেই।


দলকে বিপদে ফেলে বোল্ড হয়ে মাত্র ৪ রান তুলতেই ফিরেছেন সোহাগ আলি। উইকেটে দলের জন্য লড়াই করছেন তিনে নামা ব্যাটসম্যান সাকিব শাহরিয়ার এবং আইচ মোল্লা। সাকিব ১৮ রানে এবং নতুন ব্যাটসম্যান মোল্লা ব্যাটিং করেছেন ১ রানে।


পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সমাপ্তিঃ আশিকুর রহমান এবং মাহফুজুর রহমান রাব্বির দুর্দান্ত বোলিংয়ে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে ১১০ রানেই অলআউট করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এই দুই বোলার চারটি করে তুলে নিয়েছেন উইকেট।


স্বল্প রানেই পাকিস্তান দলকে আটকিয়ে দেয়ায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১২০ রানের। এবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২০ রানের লক্ষ্যে ব্যাটিং করবে স্বাগতিকরা। 



মিডেল অর্ডারে ধ্বসঃ ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তানকে আরও চেপে ধরেন রাব্বি। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে উইকেট বিলাতে থাকে বাকি ব্যাটসম্যানরা। দেখে শুনে খেলে ফিফটির পথেও হাটছিলেন এই ওপেনার। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে তাঁকে সাজঘরে পাঠান তানভির অয়ন।


দুই ব্যাটসম্যানের বিদায়ঃ দ্বিতীয় ইনিংসে ৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে। দুটি উইকেটই নিয়েছেন আশিকুর রহমান। ২ উইকেট হারিয়ে ২২ রান নিয়ে এখন ব্যাট করছে সফরকারীরা।


অল আউট বাংলাদেশঃ দ্বিতীয় দিন সকালে ৫ উইকেটে ১১৯ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ দিনের শুরুতেই পাকিস্তানী বোলারদের তোপের মুখে পড়ে। খালিদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩৯ রানেই প্রথম ইনিংসে গুতিয়ে যায় বাংলাদেশ।


পাকিস্তান প্রথম ইনিংসঃ ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলার মুশফিক হাসানের তোপের মুখে পড়ে পাকিস্তান। মুশফিকের ৪ উইকেটের দিনে পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৮ রানে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball