হেইলসের এক বছরের নিষেধাজ্ঞা চান নাসের হুসেইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় ইংলিশ ওপেনার অ্যালেক্স হেইলসকে ২১ দিনের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তাঁর এই শাস্তিকে মোটেই যথেষ্ট হিসেবে দেখছেন না দেশটির সাবেক অধিনায়ক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইন।
বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়া হেইলসকে কমপক্ষে এক বছরের নিষেধাজ্ঞা প্রদান করা উচিৎ ছিল বলে মনে করেন নাসের। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার আগে নাইট ক্লাবের বাইরে মারামারির ঘটনা থেকে শুরু করে নারী কেলেঙ্কারির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছিলেন হেইলস।

নাসের হুসেইনের মতে ২১ দিনের নিষেধাজ্ঞা তাই একেবারেই যথেষ্ট নয় হেইলসের জন্য। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইলে লেখা এক কলামে হেইলসের ব্যাপক সমালোচনা করেছেন এই ইংলিশ ক্রিকেটার। তিনি লিখেছেন,
'অ্যালেক্স হেইলসের বিরুদ্ধে নেয়া শাস্তিটি যথেষ্ট কম হয়েছে। হ্যাঁ আপনি একজনকে একটি সুযোগ দিতে পারেন। তবে আমাদের মনে রাখতে হবে ড্রেসিং রুম আমাদের আধুনিক সমাজের একটি অবয়ব বিশেষ এবং এখানে একজন হেইলস আছে। আরেকটি পরিক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ২১ দিনের নিষেধাজ্ঞা একেবারেই যথেষ্ট নয়। আমার মতে, দুটি ঘটনার জন্য আপনাকে কমপক্ষে এক বছর নিষিদ্ধ করতে হবে,' বলেছেন নাসের।
ইংল্যান্ড দলে বিভ্রান্তি সৃষ্টি করে আসছেন হেইলস বলেও মনে করছেন নাসের। আর সেই কারণে তাঁর প্রতি সহানুভূতি দেখাতে চাননি তিনি। বলেছেন,'আপনি হয়তো বুঝতে পারবেন যে কেন অধিনায়ক ইয়ন মরগান এবং নির্বাচকেরা বলেছিলেন যে যথেষ্ট হয়েছে। এই মানুষটি (হেইলস) অনেক বেশি বিভ্রান্তি সৃষ্টি করছে। হ্যাঁ আমাদের দায়িত্ব হল তাঁর দেখভাল করা, কিন্তু একই সাথে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সকল সদস্যদের দেখভাল করা আমাদের দায়িত্ব।'