promotional_ad

লক্ষ্যে পৌঁছানোর প্রথম পদক্ষেপ আইপিএলঃ ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স আসন্ন বিশ্বকাপে দারুণভাবে কাজে দিবে বলে মনে করেন সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। দীর্ঘ প্রায় ১৩ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই অজি ব্যাটসম্যান বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর জানিয়েছেন ইংল্যান্ডের মাটিতে সেরাটা দিয়ে খেলতে মুখিয়ে থাকবেন তিনি তথা দলের সকলে। 


আর আইপিএলকে এই লক্ষ্যে পৌঁছানোর একটি পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের সাথে অনুশীলনে যোগ দিতে এরই মধ্যে আইপিএল ছেড়েছেন ওয়ার্নার।


টুর্নামেন্ট ছাড়ার আগে হায়দ্রাবাদের জার্সিতে ১২ ম্যাচে ৬৯২ রান সংগ্রহ করেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। সর্বশেষ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটিতে ৫৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তিনি। ম্যাচ শেষে বিশ্বকাপ প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন,



promotional_ad

'ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে বেশ কিছু বড় স্কোর দেখতে পারবেন আপনি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমাদের জন্য সেখানে নিজেদের সামর্থ্য এবং সেরাটা দিয়ে খেলতে হবে। এটাই আমার মূল লক্ষ্য এবং এটি ছিল (আইপিএল) লক্ষ্যে পৌঁছানোর একটি পদক্ষেপ।'


বিশ্বকাপের আগে এরূপ বিস্ফোরক ফর্মে থাকায় যথেষ্ট তৃপ্ত ওয়ার্নার। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে তিনি আরো জানিয়েছেন সুষ্ঠু পরিকল্পনা এবং সহজাত খেলার কারণে সাফল্য ধরা দিয়েছে।  ওয়ার্নারের ভাষায়, 


'মাঠে নামা এবং নিজের কাজটি ঠিক মতো করতে পারাটা দারুণ কিছু। এটি আসলে সুষ্ঠু পরিকল্পনা এবং সহজাত খেলার ব্যাপার। আমি সেটাই করেছি এবং দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছি। 


বল টেম্পারিং ইস্যুতে দীর্ঘ ১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ওয়ার্নার দলের জন্য নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। নিজেকে আবারো প্রমাণ করার লক্ষ্য নিয়ে বর্তমানে এগিয়ে যাচ্ছেন তিনি। তাঁর ভাষ্যমতে, 



'আমি বেশ কিছু দিন খেলাটির বাইরে ছিলাম। তবে ১৬-১৮ সপ্তাহ ধরে খেলার বাইরে থাকা এবং সেরা বাবা কিংবা স্বামী হয়ে ওঠার জন্য কাজ করা আমার উপকারে এসেছে। আমি সর্বদা চেষ্টা করি দলের মধ্যে একজন মজার মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করার। একই সাথে দলের ভালোর জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball