বিশ্বকাপে আমার প্রথম পছন্দ আমিরঃ ওয়াসিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি পাক পেসার মোহাম্মদ আমিরের, আর তাই হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম। বিশ্বকাপে আমিরকে নিজের 'প্রথম পছন্দ' উল্লেখ করেছেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে শিরোপা এনে দিতে দারুণ ভূমিকা পালন করেছিলেন আমির। যদিও এরপরে লাগাতার অফফর্মে আছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরে খেলা ১৪ ওয়ানডেতে ৯২.৬০ গড়ে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। তবে ইংল্যান্ডের মাটিতে আমিরের অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের মনে করছেন ওয়াসিম।
'বিশ্বকাপ থেকে আমরা আমিরকে বাদ দিতে পারিনা। ইংলিশ কন্ডিশনে আমির ভালো পারফর্ম করে থাকে, এই দিক বিবেচনায় বিশ্বকাপে আমিরই আমার প্রথম পছন্দ।
'সে যখন তাঁর ছন্দ ফিরে পাবে তখন সে ভালো করবে, এই ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি তারুণ্যের পক্ষে আছি, কিন্তু অভিজ্ঞতার কোন বদলি হয়না।'
বিশ্বকাপে জায়গা না মিললেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পেয়েছেন আমির। এই সিরিজে ভালো পারফর্ম করে বিশ্বকাপের জন্য পুনরায় বিবেচিত হবেন তিনি, এই প্রত্যাশা ওয়াসিমের।
'আমির খুব দ্রুত শিখতে পারবে। তাই আমি আশা করব সবকিছু তাঁর পক্ষেই যাবে। পাকিস্তান দলের আমিরকে প্রয়োজন।'