পাকিস্তানের থেকে ২৯ রানে পিছিয়ে বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব ১৬ দলের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ১১৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দল।
ফলে পাকিস্তানের থেকে ২৯ রানে পিছিয়ে আছে তারা। দ্বিতীয় দিন ১৮ এবং ২ রান নিয়ে খেলতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান রিহাদ খান এবং মাহফুজুর রহমান রাব্বি।
ম্যাচটির শুরুতে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক রিয়াদ খান। এরপর ব্যাটিং করতে নেমে মাত্র ১৪৮ রানে অলআউট হয় পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন মুহাম্মদ ওয়াকাস। আর ৩২ রান এসেছে উমর ঈমানের ব্যাট থেকে।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না সফরকারীদের। স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ওপেনার মুহাম্মদ শেহজাদকে হারিয়ে বসে দলটি। বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটি হানেন মুশফিক হাসান।

দ্রুত উইকেট হারালেও দলের পক্ষে হাল ধরেন ওপেনার সামির সাকিব এবং তিন নম্বরে নামা মুহাম্মাদ ওয়াকাস। দুজন মিলে দলকে ৫০ রানের পুঁজি এনে দেয়ার পাশাপাশি জুটি গড়েন ৪৪ রানের। কিন্তু এই দুজনের জুটি ভাঙ্গেন আইচ মোল্লা। ১০ রান করা সাকিবকে বিদায় করেন তিনি।
পরবর্তীতে শুরুতে ১ উইকেট তুলে নেয়া মুশফিক পাকিস্তানের মিডেল অর্ডারে ধ্বস নামান। ৫০ রানে ২ উইকেট হারানো পাকিস্তান ১৩৬ রান স্কোরবোর্ডে যোগ করতেই ৮ ব্যাটসম্যানকে হারিয়ে বসে। শেষ পর্যন্ত আর বেশিদূর এগোতে পারেনি তারা। ৫০.৪ ওভারে মাত্র ১৪৮ রানে থামতে হয়েছে সফরকারীদের।
বাংলাদেশের পক্ষে ৩৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন মুশফিক হাসান। অপরদিকে ২টি করে উইকেট নিয়েছেন আশিকুর রহমান এবং মাহফুজুর রহমান রাব্বি। আর ১ করে উইকেট পেয়েছেন আইচ মোল্লা ও তানভির আলম অয়ন।
পাকিস্তানের এই রানের জবাবে এরপর খেলতে নেমে শূন্য রানে ওপেনার সাজ্জাস হোসেন মিরাজের উইকেটটি হারিয়ে বিপদে পড়েছিলো বাংলাদেশ। রান আউটের শিকার হয়ে মিরাজ ফিরলে মফিজুল ইসলাম রবিন এবং সাকিব শাহরিয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
তবে দলীয় ৫০ রানের মাথায় সাকিবকে ফিরিয়ে দেন পাকিস্তানের খালিদ খান। পরবর্তীতে ৮৫ রানের মাথায় আরো দুটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় ১১০ রানের মাথায় আইচ মোল্লার পঞ্চম উইকেটটি তুলে নিয়ে স্বাগতিকদের আরও বিপদে ফেলে দেন খালিদ খান। তবে এরপর রিহাদ এবং রাব্বির দৃঢ় ব্যাটিংয়ে আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ঃ ১৪৮/১০ (৫০.৪ ওভার) (ওয়াকাস-৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ঃ ১১৯/৫ (৩৭ ওভার) (রিহাদ-১৮*, রাব্বি-২*; খালিদ-২/২৫, আহমদ-১/২৬)