ফেভারিটের চাপ সামলাতে প্রস্তুত ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফেভারিট দল হওয়ার চাপ সহজেই সামলাতে পারবে ইংল্যান্ড, বিশ্বাস দলটির অধিনায়ক ইয়ন মরগানের। তাঁর মতে গত চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবার আর ব্যর্থতার দায়ভার নিয়ে বিদায় নিবে না ইংল্যান্ড।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফেভারিটের কাতারে এগিয়ে ছিল স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু সেবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।

তবে এবারের বিশ্বকাপে আগের থেকে বেশি পরিণত দল নিয়েই খেলতে নামছে ইংলিশরা। মরগানের মতামত বর্তমান এই দলটি ফেভারিট তকমার সার্থকতাও বজায় রাখতে সক্ষম হবে। ইংলিশ দলপতি বলেছেন,
'চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকেই আমাদেরকে ফেভারিট হিসেবে বলা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলাম এবং সেটি নিয়ে আমরা কথা বলেছি পরবর্তীতে।
আমরা তখন থেকেই ফেভারিট তকমার চাপ সামলানোর চেষ্টা করছি।'
ইংলিশ অধিনায়ক মরগান আরও বলেছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে প্রতিটি সিরিজেই আমরা সেটি চেষ্টা করে আসছি। ছেলেরা অনেক রিল্যাক্স আছে। তাঁরা এরই মধ্যে ভালোভাবে বুঝেছে যে তাঁরা ফেভারিটের কাতারে আছে। এখন নিজেদেরকে ভালোমতো প্রস্তুত করতে পারার জন্য যা করণীয় সেটি করতে হবে।'
উল্লেখ্য আগামী ৩০শে মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।