শাস্তির মুখে রোহিত শর্মা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে খেলতে নেমে শাস্তির সম্মুখীন হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
ব্যাট হাতে স্ট্যাম্পকে আঘাত করার দায়ে তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
ম্যাচটিতে ইংলিশ বাঁহাতি পেসার হ্যারি গার্নির করা চতুর্থ ওভারের তৃতীয় বলটিতে এলবিডব্লিউয়ের শিকার হয়েছিলেন রোহিত। এরপর রিভিউয়ের আবেদন করেন তিনি।

কিন্তু টিভি রিপ্লে দেখে পরবর্তীতে তাঁকে আউট দেন আম্পায়ার। এরপরই মেজাজ হারিয়ে স্ট্যাম্পে ব্যাট দিয়ে আঘাত করে বসেন রোহিত। ফলে তাঁকে শাস্তির সম্মুখীন হতে হয়।
আউট হওয়ার আগে তিনটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন মুম্বাই দলপতি। তাঁর শাস্তির দিনে অবশ্য ভাগ্য সহায় হয়নি মুম্বাইয়েও।
কলকাতার ছুঁড়ে দেয়া ২৩৩ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটের ১৯৮ রানে থামতে হয়েছিল তাদের। ফলে ৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় দলটি।
তবে পরাজিত হলেও পয়েন্ট টেবিলে খুব একটা পিছিয়ে নেই মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে ৭ জয় নিয়ে টেবিলের তৃতীয়তে অবস্থান করছে তারা।
অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৫টি জয় নিয়ে পঞ্চমে অবস্থা দীনেশ কার্তিকের কলকাতা।