ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় হুইলচেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রবিবার কলকাতার এনডিকেএ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতকে মাত্র ৫ রানের ব্যবধানে হারায় তারা।
ম্যাচটির শুরুতে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক সোমজিত। এরপর খেলতে নেমে ভারতের সামনে ১৩৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিল বাংলাদেশ।

সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করলেও শেষের দিকে বাংলাদেশি বোলারদের তান্ডবে জয়ের দেখা পায়নি ভারত। স্বাগতিকদের ১৭তম ওভারে ক্রিজে থাকা ব্যাটসম্যান বীর সিংকে সাজঘরে ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে তোলেন বাংলাদেশের শফিক।
এরপর একই ওভারে নতুন ক্রিজে আসা ব্যাটসম্যানকে আউট করেন তিনি। পরবর্তীতে ১৯তম ওভারে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন আরেক বোলার আশরাফুল। ভারতের পক্ষে ২৫ রান করেছেন আনামুল। আর বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন শফিক।
এদিন ভারতের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের পক্ষে দুই ওপেনার শরীফুল ও শফিক উদ্বোধনী জুটি গড়েছিলেন ৫২ রানের। তবে ভারতীয় বোলার আনামুলের বলে ৩৪ রান করে শফিক আউট হলে এই জুটিটি ভাঙ্গে।
এরপরই রানের গতি কমে যায় বাংলাদেশের। ১৫তম ওভারে শত রানের কোটা পার করার পর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। বাংলাদেশের পক্ষে শফিক ছাড়াও ৪৭ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান আশরাফুল। বাকি ব্যাটসম্যানদের আর কেউই সেভাবে বলার মতো রান পাননি।
উল্লেখ্য ভারত, বাংলাদেশ এবং নেপালের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় হুইলচেয়ার টি টুয়েন্টি সিরিজটি আয়োজন করেছিল ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’। সিরিজটি থেকে আগেই ছিটকে পড়েছিলো নেপাল।