promotional_ad

'দেড়শ ভাগ' দিয়ে দল জেতালেন রাসেল

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা ছয় হারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতা নাইট নাইডার্সকে জয়ের ধারায় ফেরাতে নিজের সামর্থ্যের দেড়শ ভাগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্দ্রে রাসেল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঘরের মাঠের বাঁচা মরার ম্যাচে ঠিক তাই করলেন এই জ্যামাইকান অলরাউন্ডার। তাঁর অলরাউন্ড পারফর্মেন্সে টানা ছয় হারের পর জয়ের দেখা পেল দীনেশ কার্ত্তিকের দল।


ঘরের মাঠে এদিনে টস ভাগ্য সঙ্গে ছিল না কলকাতার। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলে দলটি। ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ওপেনার শুবমান গিল এবং ক্রিস লিন।


২৯ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৫৪ রান করে ফিরে যান লিন। এরপরে শুরু হয় রাসেল তান্ডব। গিলের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি। ৪৫ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৭৬ রান করা শুবমানকে এদিনে থামিয়েছেন হার্দিক পান্ডিয়া।


শেষ পর্যন্ত ছয়টি চার ও আটটি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৮০ রান করেন রাসেল। ৭ বলে ১৫ রান করে তাঁর সঙ্গে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক।



promotional_ad

নির্ধারিত ২০ ওভারে কলকাতা পেয়ে যায় দুই উইকেটে ২৩২ রানের পাহাড়সম সংগ্রহ। এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান কুইন্টন ডি কক (০)।


টিকতে পারেননি রোহিত শর্মাও (১২)। এরপরে এভিন লুইস (১৫) ও সুরিয়াকুমার যাদবকে (২৬) ফেরান রাসেল। ৫৮ রানে চার উইকেট হারানো মুম্বাইকে পথ দেখান হার্দিক পান্ডিয়া। 


পোলার্ডকে সাথে নিয়ে গড়েন ৬৩ রানের জুটি। পোলার্ড অবশ্য ২০ রানেই ফিরে যান। এরপরে সহোদর ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন হার্দিক।


হ্যারি গার্নের বলে রাসেলের হাতে তালুবন্দী হওয়ার আগে হার্দিক করেন ছয়টি চার ও নয়টি ছক্কায় ৩৪ বলে ৯১ রান। তখনও অবশ্য পরাজয়ের প্রহর গুনছিল মুম্বাই।


শেষমেশ ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে দলটি। ম্যাচ হারে ৩৪ রানে।



এই হারে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়তেই থেকে গেল মুম্বাই, এখনও প্লে অফ নিশ্চিত হয়নি তাঁদের। ১২ ম্যাচে পাঁচ জয় নিয়ে সাত নম্বর থেকে কলকাতা উঠে এলো পয়েন্ট তালিকার পাঁচে, প্লে অফের স্বপ্ন অক্ষুণ্ণ রাখল রাসেলের দল।


সংক্ষিপ্ত স্কোরঃ-


কলকাতা নাইট রাইডার্সঃ ২৩২/২ (২০ ওভার)
(রাসেল ৮০*, শুবমান ৭৬; হার্দিক ১/ ৩১)


মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৯৮/৭ (২০ ওভার)
(হার্দিক ৯১, যাদব ২৬; রাসেল ২/২৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball