বিশ্বের সেরা বোলার হবে আফ্রিদি, আর্থারের ভবিষ্যদ্বাণী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার ভবিষ্যদ্বাণী করেছেন আগামী ৩ বছরের মধ্যে বিশ্বের সেরা দ্রুতগতির বোলার হবেন পেসার শাহীন শাহ আফ্রিদি।
গত বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আফ্রিদি। এরপর তিন ফরম্যাটের ক্রিকেটেই পাকিস্তান দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। দুর্দান্ত পারফর্মেন্সে জায়গা করে নিয়েছে আসন্ন বিশ্বকাপের দলেও।

আফ্রিদি প্রসঙ্গে আর্থার বলেছেন, 'আমি একটি ভবিষ্যদ্বাণী করেছি যে, আগামী ৩ বছরের মধ্যে আফ্রিদি বিশ্ব ??্রিকেটের সেরা দ্রুতগতির বোলার হবে।'
সাদা পোশাকে ৩ টি টেস্ট ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন আফ্রিদি। আর ১০ ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ১৯ উইকেট। ৯টি টি-টুয়েন্টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।
দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটারকে ইংল্যান্ড বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে বড় ভূমিকা রাখতে হবে। আগামী ৩১ মে নটিংহামে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।