promotional_ad

ওমানকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু এর শিরোপা জিতেছে নামিবিয়া। তাঁরা ওমানকে ১৪৫ রানের ব্যবধানে হারিয়ে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই আইসিসি বিশ্বকাপের বাছাই পর্বে জায়গা করে নিয়েছে দলটি।


একদিন আগেই ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নামিবিয়া। এবার ঘরের মাঠে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে দলটি। নামিবিয়া আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে।



promotional_ad

দলের হয়ে ১০৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন কার্ল বাইরকেনস্টক। ৩৮ রান করে নামিবিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক জেন গ্রিন। নামিবিয়ার দেয়া সেই লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ২৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওমান।


সেই চাপ থেকে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় তাঁরা। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ঠ থাকতে হয় তাদের।


নামিবিয়ান বোলার জান ফ্রাইলিঙ্ক একাই ৫ উইকেট নিয়ে ওমানকে ধসিয়ে দিয়েছেন। সুরাজ কুমার ২৭ রান করে ওমানের সর্বোচ্চ রান সংগ্রাহক। 



এদিকে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টুর সেরা খেলোয়াড় হয়েছেন, নামিবিয়ার অলরাউন্ডার জে জে স্মিত। তিনি জানিয়েছেন দল হিসেবে পারফর্ম করে তাঁরা এই যোগ্যতা অর্জন করেছেন।


'প্রত্যেকেই এর জন্য কঠোর পরিশ্রম করেছে এবং এটা দলীয় প্রচেষ্টায় এসেছে। কেবল একজন ব্যক্তি হিসাবে নয়, দলের সদস্য হিসেবেও আনন্দিত,  অনেক খুশি। টুর্নামেন্টটি খুব স্মরণীয় ছিল, গত বছর আমরা ব্যর্থ হয়েছিলাম। এই বছর কোয়ালিফাই করেছি এবং ঠিক ভাবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball