ফরহাদ রেজা প্রসঙ্গে বাস্তবতা দেখিয়ে দিলেন আকরাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আয়ারল্যান্ড সফরে খেলার সুযোগ পেলেও ভালো করা কঠিন হবে অলরাউন্ডার ফরহাদ রেজার জন্য, মতামত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের।
২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন রেজা। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও জাতীয় দলের দুয়ার খোলেনি তাঁর। সুতরাং দীর্ঘ প্রায় ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজেকে প্রমাণ করাটা যে মোটেই সহজ হবে না সেটি মানছেন সাবেক অধিনায়ক আকরাম,

'আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর খেলা আসলে অনেক কঠিন। ঘরোয়া ক্রিকেট থেকে হঠাৎ করে আন্তর্জাতিক এবং বিশ্বকাপের মতো একটি আসরে মানিয়ে নেয়া কিন্তু উচ্চমানের ক্রিকেটার ছাড়া বেশ কঠিন,' বলেছেন বিসিবির এই কর্মকর্তা।
তবে আয়ারল্যান্ডের মাটিতে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ মিলতে পারে রেজার। যদিও এক্ষেত্রে তাঁকে অপেক্ষা করতে হবে কোনো ক্রিকেটারের ইনজুরিতে পড়া পর্যন্ত। আকরাম খানের ভাষ্যমতে,
'আমরা যেহেতু আয়ারল্যান্ডে যাচ্ছি, সেখানে যে ত্রিদেশীয় সিরিজটি আছে সেখানে একটি দুটি ম্যাচ খেলার সুযোগ পেলে সে নিজেও বুঝতে পারবে এবং আমরাও বুঝতে পারবো যদি কোনো ক্রিকেটার ইনজুরিতে পরে তাহলে তাঁর কথা মাথায় আছে।'
সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লীগের আসরে বল হাতে দারুণ ফর্মে ছিলেন ৩২ বছর বয়সী ফরহাদ রেজা। ১৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি। দুর্দান্ত এই পারফর্মেন্সের দরুন এবার আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।