আয়ারল্যান্ড যাচ্ছেন তাসকিন-ফরহাদ রেজা

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ এবং ফরহাদ রেজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত হেড কোচ স্টিভ রোডসের বিশেষ অনুরোধে এই দুইজনকে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিশ্বকাপ স্কোয়াডে কোন পরিবর্তন আসার ইঙ্গিত দেন নি আকরাম খান।
যদিও কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে বিশ্বকাপে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদেরকেই বিবেচনা করা হবে বলে জানান তিনি। রবিবার সাংবাদিকদের আকরাম খান বলেছেন,
'১৭ জন ছিল, তবে ইনজুরি সমস্যা এবং কোচের কিছু পরিকল্পনা থাকাতে এবং বিশেষ করে অনেক অনুরোধ করার পর আমরা আরও দুইজন বাড়িয়েছি। ১৯ জন যাবে এবং দলের সাথে অনুশীলন করবে সেখানে।

'কিছু পরিকল্পনার জন্য সে (কোচ) অনেক অনুরোধ করেছে এই কারণে আমরা দুই জনকে বাড়িয়েছি। তাঁরা হলো তাসকিন এবং ফরহাদ রেজা। ইনজুরি সমস্যাটি নিয়ে সবাই ঠিক অবস্থানে নেই বিধায় সে এই অনুরোধটি করেছে।'
এদিকে বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও ব্যাক আপ ক্রিকেটাররা দেশের মাটিতে কোচের অধীনে ট্রেনিং করবে বলে জানিয়েছেন আকরাম খান। বিশ্বকাপ স্কোয়াডের কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে তাঁদের ব্যাক আপ ক্রিকেটার প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আকরাম খান আরও বলেন,
'সেটি আমরা এখনও চিন্তা করিনি। যেহেতু আপনার বিশ্বকাপে বেশি খেলোয়াড় বাড়ানোর চিন্তা করছি না। আর সেখানে কিন্তু একদিনেই খেলোয়াড় পাঠানো সম্ভব। এটি ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ড হলে একটু কঠিন হতো।
'এই কারণে আমরা আগে একটু বেশি খেলোয়াড় নিয়ে যেতাম। তবে ইংল্যান্ডে দিনে দিনে পৌঁছে যাবে তাই ঐ বিষয়টি মাথায় রাখিনি। টুর্নামেন্ট চলাকালে এখানে কোচদের অধীনে কিছু খেলোয়াড় ট্রেনিং করবে।'
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।