দিল্লীর লক্ষ্য প্লে-অফ, ব্যাঙ্গালুরুর টিকে থাকার লড়াই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্লে-অফ নিশ্চিতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দিল্লী ক্যাপিটালস। হাতে থাকা তিন ম্যাচের একটিতে জিতলেই শেষ চারে জায়গা করে নিবে দলটি। তাই দুই ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করতে মরিয়া হয়ে আছে শ্রেয়াস আইয়ারের দল।
১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটির সামনে সুযোগ রয়েছে টেবিলের শীর্ষস্থান দখল করার। সেই সঙ্গে টেবিলের প্রথম দুই স্থানে থেকেই প্লে-অফে যেতে যায় দিল্লী। তবে ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠলেও রাতের ম্যাচে যদি মুম্বাই জিতে যায় তাহলে টেবিলের দ্বিতীয়তে নেমে যেতে হবে তাঁদের।
টেবিলের শীর্ষস্থান নিশ্চিত এবং প্লে-অফের টিকিট পেতে রবিবার চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে দিল্লী। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

দিল্লী প্লে-অফের দ্বারপ্রান্তে থাকলেও কঠিন সমীকরণের সামনে ব্যাঙ্গালুরু। এই ম্যাচে হেরে গেলে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যাবে ভিরাট কোহলির দলের। তাই দিল্লীর বিপক্ষে ম্যাচে তাঁদেরকে যেকোনো মূল্যে জিততেই হবে।
সব মিলিয়ে দিল্লীর মাঠে চাপে থাকবে ভিরাট কোহলির দল। তবে বিগত কয়েক ম্যাচে দলটির পারফর্মেন্স আত্মবিশ্বাস দিচ্ছে অধিনায়ক কোহলিকে। আসরে প্রথম ছয় ম্যাচে টানা হারের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তাঁরা।
দুই দলের শেষ দেখায় অবশ্য সহজ জয় তুলে নিয়েছিল শ্রেয়াস আইয়ারের দল। ব্যাঙ্গালুরুর মাঠে ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তাঁরা।
এছাড়া নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছিল দিল্লী। সেই ম্যাচে রয়্যালসের ছুঁড়ে দেয়া ১৯২ রানের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় দলটি। অন্যদিকে পাঞ্জাবকে ১৭ হারিয়ে টানা তিন জয় তুলে নিয়েই এই ম্যাচে মাঠে নামছে আরসিবি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে মঈন আলিকে পাচ্ছেনা ব্যাঙ্গালুরু। আন্তর্জাতিক সূচির কারণে ইতিমধ্যে দেশে ফিরে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় ব্যাঙ্গালুরুর একাদশে ফিরতে পারেন শিমরন হেটমায়ার। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে দিল্লী ক্যাপিটালস।
দিল্লী ক্যাপিটালস সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, পৃথ্বী শ, 3 শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, কলিন ইংগ্রাম, শেরফানে রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কগিসো রাবাদা, ইশান্ত শর্মা, সন্দীপ লামিচানে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্যঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার/হেনরিচ ক্লাসেন, অক্ষদীপ নাথ, মার্কাস স্টয়নিস, ওয়াশিংটন সুন্দর / পবন নেগী, উমেশ যাদব, টিম সাউদি, যুবেন্দ্র চহল, নবদিপ সাইনি।