১১ হাজারের অপেক্ষায় সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডে মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আর মাত্র ১৪৫ রান করতে পারলে ১১ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পা রাখতে সক্ষম হবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০০৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবের তিন ফরম্যাট মিলিয়ে ৩২২টি ম্যাচে ১০৮৫৫ রান সংগ্রহ করেছেন। যেখানে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ৭২টি হাফসেঞ্চুরি। সাকিবের অনেক আগেই অবশ্য ১১ হাজারি রান পার করেছেন ওপেনার তামিম ইকবাল।

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বমোট রান সংখ্যা বর্তমানে ৩১৮টি ম্যাচে ১২৩৪৩। তাঁর রয়েছে ২১টি সেঞ্চুরিসহ ৭৭টি হাফসেঞ্চুরি। তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
২০০৫ থেকে বাংলাদেশ দলে খেলা মুশফিক ৩৪৪টি আন্তর্জাতিক ম্যাচে ১০৫৩৬ রান করেছেন এবং হাঁকিয়েছেন ১২টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফসেঞ্চুরি। এরপর তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মাহমুদুল্লা রিয়াদ এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
২০০৭ সাল থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৯২টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ এবং তাঁর রান সংখ্যা ৭৫৭৯। হাঁকিয়েছেন ৭টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফসেঞ্চুরি।
অপরদিকে আশরাফুল ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন ফরম্যাটে ২৫৯টি ম্যাচ খেলেছেন এবং রান করেছেন ৬৬৫৫। তাঁর রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ৩০টি হাফসেঞ্চুরি।