ক্ষুধার্ত রাসেলের আগমনী বার্তা
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে উইন্ডিজদের হয়ে প্রতিনিধিত্ব করতে মরিয়া হয়ে আছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। উইন্ডিজদের হয়ে পারফর্ম করতে ক্ষুধার্ত তিনি। ইতিমধ্যে নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন এই ক্যারিবিয়ান।
বিশ্বকাপে যাওয়ার আগে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করছেন রাসেল। এখন পর্যন্ত প্রায় প্রত্যেক ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপ এবং আইপিএলের ফরম্যাট ভিন্ন হলেও এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচে প্রায় ২১০ স্ট্রাইক রেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। সব মিলিয়ে আইপিএলের ফর্ম বিশ্বকাপেও ধরে রাখতে চান ২০১৫ সালের বিশ্বকাপের পর ক্যারিবিয়ানদের জার্সিতে মাত্র ১টি ওয়ানডে খেলা রাসেল। তিনি বলেছেন,

'আমি এখন অনেক ক্ষুধার্ত হয়ে আছি উইন্ডিজদের হয়ে প্রতিনিধিত্ব করতে। শেষ বার যখন ক্যারিবিয়ান দলে যোগ দিয়েছিলাম তখন ইনজুরি সমস্যা ছিল আমার। ইনজেকশন নিয়েছিলাম হাঁটুর ব্যাথা দূর করার জন্য, কিন্তু তাতেও কাজ হয় নি। অনেক হতাশ হয়ে পড়েছিলাম।
'ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো আমাকে বসে দেখতে হয়েছিল, কিছুই করার ছিল না আমার। ঐ যে বললাম উইন্ডিজদের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি, এখানে যেমন সেঞ্চুরি করছি ছক্কা হাঁকাচ্ছি সেখানেও তাই করতে মরিয়া হয়ে আছি।'
তবে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়ে অবাক হন নি রাসেল। তাঁর বিশ্বাস লক্ষ্যে অটল থেকেই পারফর্ম করে যাওয়ার সুফল পেয়েছেন তিনি। একই সাথে নিজের উপর বিশ্বাসও বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে তাঁকে,
'দলে সুযোগ পেয়ে অবাক হই নি আমি। আমি ভালো খেলছিলাম, আমার লক্ষ্যে অটল ছিলাম এই কারণেই নির্বাচক এবং কোচরা আমার উপর আস্থা রেখেছে।
'আমি জানতাম আমি আমার কাজগুলো ঠিক ভাবে করলে জাতীয় দলের দরজা খুলে যাবে। যদিও আমার মনোযোগ বিশ্বকাপে ছিল না। আমার চেষ্টা ছিল এখানে যেন নিজের সেরাটা দিতে পারি', বলেন রাসেল।