promotional_ad

আয়ারল্যান্ডে পূর্ণ নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে, জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড (সিআই)। শনিবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


বিসিবির এই কর্মকর্তার দেয়া তথ্য মতে সফরটিতে বাংলাদেশ দলের সাথে সর্বদা নিরাপত্তা কর্মী থাকবেন এবং একই সাথে সশস্ত্র পুলিশ প্রহরাও থাকবে। সবমিলিয়ে আইরিশ ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তা পরিকল্পনায় বেশ সন্তুষ্ট বিসিবি। জালাল ইউনুস বলেছেন,      



promotional_ad

‘আমরা একটা পরিকল্পনা (নিরাপত্তা নিয়ে) জানতে চেয়েছিলাম। তারা পাঠিয়েছে। দলের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা থাকবে। হোটেল থেকে যখন টিম মাঠে যাবে, মোটর বাইকে সশস্ত্র পুলিশ থাকবে। যদি হুমকি থাকে, স্থানীয় পুলিশের সঙ্গে তারা দ্রুত যোগাযোগ করবে। তারা যেভাবে বলেছে আমরা মোটামুটি সন্তুষ্ট।'


কিছুদিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন এরপর থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া আর কোনো দেশে সফর করবে না বাংলাদেশ। তিনি বলেছিলেন, 


'এই ঘটনার (ক্রাইস্টচার্চ হামলা) পর এটা নিশ্চিত, এখন থেকে যে দেশেই আমাদের দল খেলতে যাক না কেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা যারা দিতে পারবে তাদের ওখানে আমরা খেলতে যেতে পারব। এ ছাড়া খেলতে যাওয়া সম্ভব না।' 



সেই পরিপ্রেক্ষিতেই এবার আয়ারল্যান্ড সফরে নিরাপত্তার ব্যাপারটিতে যোগ দিচ্ছে বিসিবি। আগামী মাসের ১ তারিখে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। 


এরপর সেখানে ৫ই মেতে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৭ই মে উইন্ডিজদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball