পাক-ভারত লড়াইকে 'যুদ্ধ' বলতে নারাজ মালিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উপমহাদেশের ক্রিকেট ইতিহাসে যুদ্ধ হিসেবেই দেখা হয় ভারত-পাকিস্তানের ম্যাচকে। দুই দেশের ম্যাচকে যুদ্ধ বলতে নারাজ পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই পাক-ভারত ম্যাচে দুই দেশের দর্শকদের বিশেষ নজর থাকে মালিকের উপর।
সম্প্রতি বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ নিয়ে শোনা প্রশ্নের জবাবে মালিক জানান, 'আমার কাছে 'যুদ্ধ' শব্দটাকে বেশ অদ্ভুত মনে হয়। আমার মনে হয়না এমন শব্দ ব্যবহার করা উচিত, বিশেষ করে খেলাধুলায়।'

যুদ্ধ নয়, বরঞ্চ শান্তি এবং সম্প্রীতি বাড়ানোর মতো করে ক্রিকেট ম্যাচকে দেখা উচিত, বিশ্বাস মালিকের। মালিক আরও জানান,
'আপনি যখন সবকিছুকে ভালোবাসতে শিখবেন, তখন অনেক কিছুই সহজ হয়ে যাবে। সেটা ক্রিকেট হোক বা অন্য যেকোনো খেলাতেই। এটা মানুষকে একত্র করে দিবে।'
আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী মালিক। পাকিস্তানের হয়ে ২০০৭, ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে দলে ছিলেন তিনি।