একটি হাফসেঞ্চুরির অপেক্ষায় ডেভিড ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
টানা ছয় ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ডের দ্বারপ্রান্তে এখন তিনি। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে টানা পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি সম্মিলিতভাবে দখলে রেখেছেন বীরেন্দ্র শেহবাগ এবং জস বাটলার।

২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন শেহবাগ। আর ইংলিশ তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে গত বছরের আইপিএলে এই কীর্তি গড়েন।
এবার শেহবাগ এবং বাটলারকে টপকে যাওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে ওয়ার্নারকে। গত পাঁচ ম্যাচে এই অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটসম্যানের রান ছিল যথাক্রমে ৭০*, ৫১, ৫০, ৬৭ এবং ৫৭।
ব্যাট হাতে এখন পর্যন্ত মোট ১০টি ম্যাচ খেলেছেন হায়দ্রাবাদের এই ব্যাটসম্যান। যেখানে ৭১.৭৫ গড়ে ৫৭৪ রান সংগ্রহ করেছেন তিনি। ৭টি হাফসেঞ্চুরি ছাড়াও হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি। ১৪৬.০৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই অজি।
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে এরই মধ্যে হায়দ্রাবাদ শিবির ছেড়েছেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। সুতরাং তাঁর অবর্তমানে নিঃসন্দেহে ওয়ার্নারের ওপর দায়িত্ব থাকবে ব্যাটিংয়ের হাল ধরার।