promotional_ad

ইংল্যান্ডে বাংলাদেশ পিছিয়ে থাকবেঃ আশরাফুল

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বোলাররা কিছুটা পিছিয়েই থাকবে, ধারণা সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ব্যতিত আর কেউই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারেন না যা ভাবাচ্ছে আশরাফুলকে। 


ইংলিশ কন্ডিশনে তাই ভালো পারফর্ম করতে যথেষ্ট বেগ পেতে হবে পেসারদের বলে মনে করছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা এবং দুর্বলতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাংবাদিকদের আশরাফুল বলেছেন, 



promotional_ad

'যে ধরনের উইকেটে খেলা হবে এবং আমাদের বোলারদের যেই গতি, এই জায়গায় মনে হয় আমরা একটু পিছিয়ে থাকব। আমাদের বোলারদের মধ্যে শুধু রুবেল ১৪০ এ বল করতে পারে, বাকিরা ১৩০-১৩৫ এইরকম।'


তবে বাংলাদেশ দলটির নেতৃত্বে মাশরাফি থাকছেন বলেই কিনা আশরাফুল খুব বেশি আশাহত হচ্ছেন না। তাঁর বিশ্বাস টাইগার দলপতির সান্নিধ্যে দলের সকলেই ভুল শুধরে উঠতে সক্ষম হবে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, 


'এখনও দেড় মাস সময় আছে। আমাদের একটা সুবিধা থাকবে যে মাশরাফি অধিনায়ক। কারণ সে সেরা অধিনায়ক। ভালো একজন নেতা থাকলে এসব ছোটখাটো জিনিস গুলো কাটিয়ে উঠতে পারবে।'



এক্ষেত্রে সিনিয়রদের সেরাটা দেয়ার পাশাপাশি জুনিয়রদের ভয়ডরহীন ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন আশরাফুল। তাঁর বিশ্বাস এই পাথেয় মেনে খেললে সাফল্য বয়ে আনা অসম্ভব কিছু হবে না মোটেই। তাঁর ভাষ্যমতে,


'সিনিয়ররা যদি তাদর সেরাটা দিতে পারে এবং জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো কিছু আশা করতে পারি। কিন্তু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে একটু কঠিন। ওই ধরনের কন্ডিশনে আমাদের থেকে বাকিদল গুলো একটু ভালো দল।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball