অভিজ্ঞতায় ভারতের পর বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ক্রিকেটে অভিজ্ঞতার দিক থেকে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। এখন পর্যন্ত গড়ে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। যেখানে ভারতের ক্ষেত্রে এই সংখ্যাটি ১০৫।
অর্থাৎ দলটির প্রত্যেক ক্রিকেটার গড়ে প্রায় ১০০ এর বেশি ওয়ানডে খেলেছেন। ভারত এবং বাংলাদেশের পর ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক থেকে তৃতীয়তে আছে ইংল্যান্ড।
তাদের দলে থাকা খেলোয়াড়েরা ৭৯টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। কিউইদের গড় ম্যাচ খেলার সংখ্যাটি ৭৭টি।
অপরদিকে প্রোটিয়া ক্রিকেটাররা খেলেছেন গড়ে ৭৫টি ওয়ানডে। শ্রীলঙ্কা, পাকিস্তান, উইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান আছে এরপরের স্থানগুলোতে।
গড়ে ৭৪টি ম্যাচ লঙ্কানরা, ৬৪টি পাকিস্তান এবং ৫৫টি ম্যাচ খেলেছে উইন্ডিজ। তবে অভিজ্ঞতার দিক থেকে বেশ পিছিয়ে আছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলে থাকা ক্রিকেটার গড়ে মাত্র ৫৪টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। যেখানে ৪৯টি ম্যাচ খেলেছেন আফগানরা।
ওয়ানডে অভিজ্ঞতা (গড়)-

১। ভারত- ১০৫
২। বাংলাদেশ-৮৭
৩। ইংল্যান্ড- ৭৯
৪। নিউজিল্যান্ড-৭৭
৫। দক্ষিণ আফ্রিকা- ৭৫
৬। শ্রীলঙ্কা- ৭৪
৭। পাকিস্তান- ৬৪
৮। উইন্ডিজ-৫৫
৯। অস্ট্রেলিয়া-৫৪
১০। আফগানিস্তান- ৪৯