সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সিরিজ খেলতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। রাজধানীর হোটেল পূর্বানিতে থাকবেন দলটির কোচিং স্টাফ ও খেলোয়াড়রা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে আসন্ন এই সিরিজে দুটি তিনদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তাঁরা। আগামী ২৯ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচে মাঠে নামবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। ২ মে বাংলাদেশ ও পাকিস্তান দল খুলনায় যাবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১০ মে থেকে। ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
১২ মে দ্বিতীয় ও ১৫ মে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ শেষে আগামী ১৬ মে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের।