চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন সাইফুদ্দিন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি মনে করেন আসন্ন বিশ্বকাপে ব্যাটিং বান্ধব উইকেট হবে।
ফলে, সেখানে বোলারদের খুবই কম সুযোগ থাকবে কিছু করার। লাইন লেংথ ঠিক রেখে বোলিং করতে হবে। সব মিলিয়ে বিশ্বকাপে বোলিং করা সহজ হবে না বলে মনে করেন তিনি।

'ইংল্যান্ডে হওয়া সাম্প্রতিক ম্যাচগুলো দেখছি। এর আগের ভারত-ইংল্যান্ড সিরিজগুলো দেখছিলাম। মনে হলো সব উইকেটই ব্যাটিংবান্ধব। তাই খুব টাইট লাইন লেংথ বজায় রেখে বোলিং করতে হবে। যতই বলা হোক পেসবান্ধব উইকেট, তারপরও ওখানে বোলিং করা খুব একটা সহজ হবে না। তাছাড়া আমরা জানি আইসিসির ইভেন্টগুলোতে ব্যাটিংবান্ধব উইকেট থাকে। কিছুটা চ্যালেঞ্জিং, তবে আমি চ্যালেঞ্জটা নিতে চাই। সেভাবেই প্রস্তুত হতে চাই, হাতে যতটা সময় আছে।'
শুধু বল হাতেই নয় সুযোগ পেলে বাংলাদেশের লোয়ার অর্ডারে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চান তিনি। যেহেতু লোয়ার অর্ডারে ব্যাট করবেন, তাই ম্যাচ জেতানোর অনেক সুযোগ আসবে বলে মনে করেন এই পেস অলরাউন্ডার।
বিশ্বকাপে নিজের ব্যক্তিগত লক্ষ্যও স্থির করে ফেলেছেন তিনি। দিন শেষে ব্যক্তিগত লক্ষ্য পূরণ করে কতটা সফল হয়েছেন এটাই মিলিয়ে দেখবেন সাইফুদ্দিন। দলের জয়েও সমান ভাবে অবদান রাখতে চান এই অলরাউন্ডার।
'যেহেতু আমি লোয়ারঅর্ডারে ব্যাটিং করব, অবশ্যই আমার জন্য ভালো সুযোগ আসবে ম্যাচ-উইনিং পারফরম্যান্স করার। ব্যাক্তিগত লক্ষ্য অবশ্যই আছে। তবে তা বললে চাই না। দিন শেষে মিলিয়ে দেখব নিজের লক্ষ্য পূরণে কতটা সফল হয়েছি। ক্রিকেট যেহেতু দলীয় খেলা, অবশ্যই দলের জন্য খেলার চেষ্টা করব। দলকে জেতাতে যতটুকু অবদান রাখা দরকার, সবটাই দেয়ার চেষ্টা করব।'