promotional_ad

আমরা ভারত বা ইংল্যান্ড নইঃ সাইফউদ্দিন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন, বিশ্বকাপে শক্তির দিক থেকে ফেভারিট দল ভারত কিংবা ইংল্যান্ডের থেকে পিছিয়ে থাকলেও অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ দল।


বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের পাঁচ শীর্ষ খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদদের প্রায় ২০০টি করে ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।



promotional_ad

পাঁচ সিনিয়রের মধ্যে ৯৬১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। সাকিব, তামিম, মুশফিক ও মাশরাফিদের জন্য এবারের বিশ্বকাপ হবে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। 


'যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, আমাদের দল হয়তো ইংল্যান্ড আর ভারতের মতো নয়। তবে আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আমাদের পাঁচজন খেলোয়াড়ের প্রায় ২০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। এদিক থেকে আমি মনে করি, আমাদের দল অন্যদের থেকে অনেক এগিয়ে।'


তরুণ খেলোয়াড়দের মধ্যে সাব্বির, সৌম্যদেরও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে দলটিকে দারুণ ভারসাম্যপূর্ণ মনে করছেন তিনি। সবাই পারফর্মেন্স করতে পারলে বিশ্বকাপে যেকোনো দলকেই হারানো সম্ভব বলে বিশ্বাস এই অলরাউন্ডারের।



'আমরা যারা তরুণ আছি, সৌম্য ভাই গত বিশ্বকাপ খেলেছে। সব মিলিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। যদি সবাই সবার জায়গা থেকে ভালো খেলতে পারে, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball