অভিষেকের দ্বারপ্রান্তে বেন ফোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী সপ্তাহে (৩ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র ওয়ানডে ম্যাচে ডাক পেয়েছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস। স্যাম বিলিংসের কাঁধের ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
বৃহস্পতিবার ইংলিশ কাউন্টি লীগে গ্ল্যামারগনের বিপক্ষে খেলার সময় কাঁধে আঘাত পান কেন্টের হয়ে খেলা বিলিংস। কার্ডিফে অনুষ্ঠিত এই ম্যাচটিতে মিড অফে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর চোট পান ২৭ বছর বয়সী বিলিংস।

কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাঁকে। পরবর্তীতে দ্রুতই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিলিংসের ইনজুরিই শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে অভিষেকের দুয়ার খুলে দিল ফোকসের সামনে।
বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ফোকস। সারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে শেষ ম্যাচে ৮০ বলে ৭১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। রয়েল লন্ডন কাপে যেটি ছিল তাঁর তৃতীয় হাফসেঞ্চুরি।
এদিকে ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে থাকা ফোকস খেলবেন আগামী ৫ মে পাকিস্তানের বিপক্ষে টি টুয়েন্টিতেও। কার্ডিফের মাঠে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিতে জস বাটলারের পরিবর্তে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন তিনি।