promotional_ad

বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। মোট ১৬ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ গুলো পরিচালনা করবে। 


মোট ২২ জন ম্যাচ অফিসিয়ালকে বিশ্বকাপের জন্য দায়িত্ব তুলে দিয়েছে আইসিসি। তবে শুধু লীগ পর্বের জন্য অফিসিয়ালদের নাম জানানো হয়েছে, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালসদের নাম পরবর্তীতে জানানো হবে।


প্রকাশিত এই তালিকায় জায়গা হয় নি কোনো বাংলাদেশি আম্পায়ারের। উপমহাদেশ থেকে মোট ৫ জন ম্যাচ অফিসিয়াল রয়েছেন আইসিসির ছোট্ট তালিকায়। 



promotional_ad

ভারতের সুন্দরম রবি, শ্রীলংকার কুমার ধর্মসেনা ও রুচিরা পাল্লিয়াগুরুগে এবং পাকিস্তানের আলিম দার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবে। ম্যাচ রেফারিদের মধ্যে আছেন শুধু রঞ্জন মাদুগালে। 


এছাড়া এই তালিকায় আছেন মরিস ইরাসমাস, ক্রিস গেফেনি, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবার্গ, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রেইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ এবং পল উইলসন। 


ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রো এবং রিচি রিচার্ডসন। এদিকে এবারের বিশ্বকাপ দিয়েই দীর্ঘ ১৩ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানবেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড।  


ম্যাচ আম্পায়ারদের পূর্ণাঙ্গ তালিকা: আলিম দার, কুমার ধর্মসেনা, মরিস ইরাসমাস, ক্রিস গেফেনি, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরগ, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রেইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা প্যালিয়াগুর্গু, পল উইলসন



ম্যাচ রেফারিদের পূর্ণাঙ্গ তালিকা: ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইকফট, জেফ ক্রো, রঞ্জন মাদুরগেল, রিচি রিচার্ডসন



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball