ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইয়ান গোল্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বিশ্বকাপের পর অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর ধরে আম্পায়ারিং করা ইয়ান গোল্ড দেশের হয়ে ১৮টি ওয়ানডে খেলেছিলেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।
২০০২ সালে সর্বপ্রথম ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবির) প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারিংয়ের জন্য তালিকাভুক্ত হন ৬১ বছর বয়সী গোল্ড। এরপর ২০০৬ সালে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার টি টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে প্রথমবারের মতন টেস্টে আম্পায়ারিং করেন তিনি। এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছেন ইয়ান গোল্ডের।
গোল্ডের অবসর প্রসঙ্গে এক বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, মাঠে তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে অনুভব করবেন সকলে। ক্রিকেটের প্রতি গোল্ডের অসামান্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেছেন,
'ইয়ান দীর্ঘ দিন থেকে খেলাটিতে অসামান্য অবদান রেখে আসছে। বিশেষ করে গত দুই শতক ধরে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি সর্বদা খেলাটিকে গুরুত্ব সহকারে নিতেন এবং তাঁর সতীর্থ ও বিশ্বের নানা দেশের ক্রিকেটারদের কাছ থেকে প্রচুর সম্মান পেয়েছেন। মাঠে তাঁর উপস্থিতি অবশ্যই মিস করা হবে, তবে আমি নিশ্চিত যে ক্রিকেটের প্রতি তাঁর যে অনুষঙ্গ রয়েছে সেটি অব্যাহত থাকবে।'
উল্লেখ্য, এখন পর্যন্ত মোট ৭৪টি টেস্টে আম্পারিং করেছেন গোল্ড। অপরদিকে ২৫টি টেস্টে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও ১৩৫টি ওয়ানডে এবং ৩৭টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে আম্পায়ার ছিলেন এই ইংলিশ আম্পায়ার।