ফিরছেন হেইলস, ইংল্যান্ডের স্বস্তি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড ক্রিকেট দলকে স্বস্তির খবর দিয়েছেন ওপেনার অ্যালেক্স হেইলস। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুতি ক্যাম্পে দ্রুত যোগ দিচ্ছেন তিনি।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার পরের দিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য বিশ্রাম নেয়ার ঘোষণা দিয়েছিলেন এই ইংলিশ ওপেনার।

তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা নিশ্চিত করলেও কাউন্টি দলে ফেরার ইচ্ছা নেই বলেই জানিয়ে দিয়েছেন হেইলস। নটিংহ্যামশ্যায়ারের হয়ে ওয়ানডে কাপের প্রথম তিনটি ম্যাচে অংশ নেন নি এই ৩০ বছর বয়সী ওপেনার।
এছাড়া শুক্রবারে লিচেস্টারশায়ারের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচেও অংশ নিচ্ছেন না তিনি। কবে নাগাদ কাউন্টি দলের হয়ে ফের মাঠে নামবেন এই ব্যাপারে কিছু জানান নি এখনও।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতিমধ্যে বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছেন হেইলস। গেল মাসে আরেক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে বান্ধবীর সাথে সম্পর্ক ছিন্ন হয় তাঁর।
এর আগে লন্ডনের পানশালায় ঝামেলায় জড়িয়েও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তার পক্ষ হয়ে তার ছুটিতে যাওয়ার খবরটি জানিয়েছিল নটিংহ্যামশায়ার। তারা জানায়,
নটিংহ্যামশায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, 'ব্যক্তিগত কারণে অ্যালেক্স হেইলস নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এবং সে কবে ফিরবে সেটা এখনই নিশ্চিত নয়।'