promotional_ad

ইংল্যান্ডে স্পিন বড় ভূমিকা রাখবে: সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় ইংল্যান্ডের মাটিতে স্পিনারদের থেকে পেসারদের সাফল্যের পারদ কিছুটা উঁচুতে। তবে এবারের বিশ্বকাপ আসরে স্পিনারদেরও ভাগ্য খুলতে পারে, বিশ্বাস টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। 


টুর্নামেন্টের পরের পর্বগুলোতে স্পিনাররা নিজেদের প্রমাণ করতে সক্ষম হবেন বলে মনে করেন সাকিব। আর টুর্নামেন্টের ফরমেশনের কারণেই মূলত এই ধারণা তাঁর। এক মাসের অধিক সময় ধরে অনুষ্ঠিত হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। এই বিষয়টি মাথায় রেখে সাকিব তাই বলেছেন, 



promotional_ad

'টুর্নামেন্টের ফরমেশনের কারণে এখানে স্পিন অনেক বড় একটি ভূমিকা পালন করবে। এটি বেশ বড় একটি টুর্নামেন্ট, ইংল্যান্ডের মাটিতে উইকেট শুষ্ক থাকবে, স্পিনাররা বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে, বিশেষ করে টুর্নামেন্টের পরের পর্বগুলোতে।'


দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সাফল্যের পরিধি বৃদ্ধি করতে হলে নিজেদের ধৈর্য ধরে খেলতে হবে, মতামত সাকিবের। নিজ দলের প্রতি অবশ্য পূর্ণ আস্থা রয়েছে তাঁর। সাকিবের ভাষ্যমতে, 'বাংলাদেশ অনেক উন্নতি করছে। আমরা সঠিক কাজটিই করছি এবং আমাদের টুর্নামেন্ট চলাকালীন সময়ে ধৈর্য ধরতে হবে।'


গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছিল বাংলাদেশ দল। সেবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলো মাশরাফি বিন মর্তুজার দল। এবার স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা আরও বেশি থাকবে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে সাকিবেরও প্রত্যাশা রয়েছে ব্যাপক। তাঁর ভাষ্যমতে,  



'হ্যা, প্রত্যাশা আছে। সবসময়ই প্রত্যাশা থাকবে। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এই প্রত্যাশা মেনে নিয়েই খেলতে হবে। আমি মনে করি বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আমরা সঠিক পথে আছি। এখন টুর্নামেন্টে আমাদের ধৈর্যশীল হতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball