বিশ্বকাপের চমকে দেয়া পাঁচে মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের আসর শুরু হচ্ছে আগামী ৩০ মে। এই বিশ্ব আসরে অংশ নেয়া দশ দলই নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। দলগুলোর বিশ্বকাপ স্কোয়াডে অনাকাঙ্ক্ষিত ভাবে জায়গা পাওয়া পাঁচ ক্রিকেটারকে নিয়ে আইসিসি তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।


চমকে দেয়া সেই পাঁচ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন। প্রতিবেদন মতে দল নির্বাচনে নির্বাচকরাও দারুণ চমক রেখেছেন। ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য সেই তালিকা তুলে ধরা হলোঃ


মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ):


২৩ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের এশিয়া কাপে। তাই বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত ছিল। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি। ২৪ ওয়ানডেতে ৩১ গড়ে ৩৪১ রান করেছেন তিনি। এই ফরম্যাটে মাত্র একটি অর্ধশতক রয়েছে তাঁর ঝুলিতে। নির্বাচকরা তাঁর অলরাউন্ড পারফর্মেন্সের উপর আস্থা রেখেছেন। তাঁর অফ ব্রেক বোলিং বিশ্বকাপের আসরে কাজে লাগবে বলেই বিশ্বাস তাদের। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের আসরে ৪৮.৮০ গড়ে ৪৮৮ রান করেছেন, সঙ্গে আবাহনীকে শিরোপা জেতাতে বল হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।


promotional_ad

বিজয় শঙ্কর (ভারত):


গত এক বছর ধরেই চার নম্বরের ব্যাটসম্যানের খোঁজে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আসরে এই গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করতে দেখা যাবে বিজয়কে। তাঁর অভিজ্ঞতা কেবল গত অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজে দারুণ পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন, পেছনে ফেলেছেন আম্বাতি রাইডুর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে। বিজয়কে ত্রিমাতৃক ক্রিকেটার হিসেবে আখ্যা দেয়া হয়েছে। যিনি ব্যাটিংয়ের সাথে বোলিং ও ফিল্ডিংয়েও ভারতের হয়ে সমান ভাবে অবদান রাখবেন বলে বিশ্বাস নির্বাচকদের।


হামিদ হাসান (আফগানিস্তান):


ফিটনেসের অভাবে ২০১৬ সাল থেকেই জাতীয় দলের বাইরে হামিদ। ৩১ বছর বয়সী এই পেসারের সামর্থ্য আর অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তাই সোজা বিশ্বকাপ দলে নেয়া হয়েছে তাকে। ৩২ ম্যাচে ৫৬ উইকেট নিয়ে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হামিদ। এই বছরের শুরুতে জিম্বাবুয়ে ও আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। তবে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।


টম ব্লান্ডেল (নিউজিল্যান্ড):


বিশ্বকাপকে সামনে রেখে এবার সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিউই দলে সবচেয়ে বড় চমক টম ব্লান্ডেল। দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডে অভিষেক হয়নি তাঁর। নিউজিল্যান্ডের হয়ে সবশেষ খেলেছেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। নিউজিল্যান্ডের স্কোয়াডে মূলত তিনি জায়গা পেয়েছেন ব্??াকআপ উইকেটরক্ষক হিসেবে।


মিলিন্দা শ্রীবর্ধনে (শ্রীলঙ্কা):


গত ১৮ই এপ্রিল অনেক বড় চমক দিয়ে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে সবচেয়ে বড় চমক শ্রীবর্ধনে। ২০১৭ সালে সবশেষ ওয়ানডে খেলেছেন, ২৬ ম্যাচে ৫১৩ রান করা এই খেলোয়াড়ের গড় মাত্র ২৩.৩১। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও তাঁর কোনো নজরকাড়া পারফর্মেন্স ছিল না। তবে নির্বাচকরা জানিয়েছেন বিশ্বকাপে ৬ নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করবেন তিনি। সঙ্গে বল হাতেও ভূমিকা রাখবেন বলে বিশ্বাস তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball