promotional_ad

কাল বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। আসন্ন এই সিরিজে দুটি তিনদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তাঁরা।


পাকিস্তান দল বাংলাদেশে পা রাখার ঠিক একদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাকা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে।


দলটির অধিনায়ক করা হয়েছে রিশাদ খানকে। তাঁর সহকারী হিসেবে থাকবেন মাহফুজুর রহমান রাব্বী। মূল স্কোয়াডের ১৫ জনের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরো সাতজনকে।



promotional_ad

আগামী ২৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।


২ মে বাংলাদেশ ও পাকিস্তান দল খুলনায় যাবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১০ মে থেকে।


ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ১২ মে দ্বিতীয় ও ১৫ মে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ শেষে আগামী ১৬ মে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের।


১৫ সদস্যের বাংলাদেশ দলঃ



মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জনি, সোহাগ আলী, রিহাদ খান (অধিনায়ক), আইছ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বী (সহ-অধিনায়ক), আজিজুল হক রনি, তানভীর আলম অয়ন, সামসুল ইসলাম, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম ও মুশফিক হাসান।


স্ট্যান্ডবাইঃ


আমির হোসেন, খালিদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মো. সজীব আহমেদ, নাসিম ইসলাম ও জি.এম তাহজিবুল ইসলাম।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball