রাজস্থানের বিপক্ষে হারের বৃত্ত ভাঙ্গবে কলকাতা?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগেই প্লে-অফ নিশ্চিত করার সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। আসরে দারুণ শুরুর পর মাঝ পথে এসে ছন্দপতন হয় দলটির। নিজেদের শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে প্লে-অফে যাওয়ার সমীকরণ কঠিন করে তুলেছে কার্তিক-রাসেলরা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে থাকলেও প্লে-অফের দৌড় থেকে এখনও ছিটকে পড়েনি রাজস্থান রয়্যালস। তবে তাদেরকে হাতে থাকা বাকি ম্যাচগুলোতে অবশ্যই জয় নিশ্চিত করতে হবে।
কলকাতারও একই দশা। টানা পরাজয়ে ১০ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা দলটিকে প্লে-অফে যেতে হলে হাতে থাকা সব ম্যাচেই জিততে হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
দুই দলই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়ে প্লে-অফের পথ কঠিন করে তুলেছে। সানরাইজার্স হায়দ্রবাদের কাছে ৯ উইকেটে হেরেছিল কলকাতা। ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর শতক ছাড়ানো উদ্বোধনী জুটিতে পরাজয় বরন করতে হয়েছে কলকাতাকে। গার্নি, নারিনদের একদমই পাত্তা দেননি ওয়ার্নার-বেয়ারস্টোরা। তাই ম্যাচের আগে স্বভাবতই বোলিং বিভাগে বেশি নজর দিচ্ছে কলকাতা।

পক্ষান্তরে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ৬ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছিল রাজস্থান। আজিঙ্কা রাহানের শতকে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করালেও শেখর ধাওয়ান এবং রিশভ পান্তের দুর্দান্ত ব্যাটিংয়ে পরাজয় মেনে নিতে হয়েছে স্টিভ স্মিথের দলটিকে। এই ম্যাচের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে অধিনায়ক পরিবর্তন করে সফল হলেও দিল্লির বিপক্ষে দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন নতুন অধিনায়ক স্মিথ।
দুই দলের শেষ দেখায় শেষ হাসি হেসেছিল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের ছুঁড়ে দেয়া ১৪০ রানের লক্ষ্যে মাত্র ১৩.৫ ওভারে পৌঁছে জয় তুলে নিয়েছিল দীনেশ কার্তিকের দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে কলকাতার একাদশে ফিরতে পারেন লেগ স্পিনার কুলদিপ যাদব। আর রাজস্থানের একাদশেও আসতে পারে দুই একটি পরিবর্তন। সব মিলিয়ে জয়ের ধারায় ফিরতে দলে বড় পরিবর্তন আনতে পারে দুই দল।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনিল নারাইন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, শুভমান গিল, দিনেশ কার্ত্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, পিজুশ চাওলা, কুলদিপ যাদব, হ্যারি গার্নি, প্রসিদ্ধ কৃষ্ণ
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ অজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, অ্যাশটন টার্নার, স্টুয়ার্ট বিন্নি, রিয়ান পারাগ, জোফরা আচার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, ধবল কুলকার্নি।