promotional_ad

সৌম্যকে ডাবল সেঞ্চুরি করতে বলেছিলেন রোডস

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে বাংলাদেশের লিস্ট 'এ' ইতিহাসে প্রথম দ্বিশতক হাঁকিয়েছিলেন আবাহনীর বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তাঁর এই রেকর্ড গড়া ইনিংসের পেছনে পথ প্রদর্শক ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।


আগের ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিলেন সৌম্য। কিন্তু ৭৯ বলে ১০৬ রানের ইনিংস খেলে আউট হয়ে ফিরেছিলেন তিনি, তখনও হাতে ছিল প্রায় ২৫ ওভার।



promotional_ad

সে সময় সৌম্যর সাজঘরে ফিরে আসা ইতিবাচক মনে হয়নি রোডসের কাছে। উইকেটে টিকে থেকে ইনিংস মেরামত সম্পর্কে সৌম্যকে দীক্ষা দিয়েছেন রোডস। রোডস জানান,


'একশ করার পর সৌম্যকে আমি বলেছিলাম যে তুমি বার বার এমন সুযোগ পাবে না। কারণ অনেক ওভার বাকি ছিল। পরের ম্যাচে সে ঠিকই দুইশ করে ফেলল। আমি কৃতিত্ব নিচ্ছি না আসলে। তবে সে দারুণ ফর্মে আছে, বলতেই হবে।'


সুপার লীগে এর পরের ম্যাচেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১৫৩ বলে ২০৮* রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন সৌম্য। ইনিংসে ছিল ১৪ টি চার ও ১৬ টি ছক্কার মার।



সেই ইনিংসে দলকে শিরোপা জেতানো ছাড়াও অনেকগুলো রেকর্ডই নিজের করে নেন সৌম্য। গুরুর দেওয়া পরামর্শ খুব দ্রুতই কাজে লাগিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball