শ্রীলঙ্কায় 'গৃহবন্দী' অস্ট্রেলিয়ান তিন দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকায় আটকা পড়েছে অস্ট্রেলিয়ার তিনটি ক্রিকেট দল। শ্রীলংকার সাম্প্রতিক জঙ্গি হামলায় শহরজুড়ে বিরাজমান থমথমে অবস্থার কারণে বাইরে যেতে নিরাপদ মনে করছে না তারা, জানিয়েছেন চ্যারিটি ইন্সটিটিউশন ফাউন্ডেশন গুডনেসের প্রতিষ্ঠাতা কুশিল গুনাসেকারা।
দলগুলোর মধ্যে একটি অনূর্ধ্ব-১৩ দল, আরেকটি অনূর্ধ্ব-১৫ দল। এছাড়াও আটকে পড়েছে পার্থের নারী দল, যারা দেশ ছাড়তে চাইলেও এই মুহূর্তে পারছে না।

এই বিষয়ে চ্যারিটি ইন্সটিটিউশন ফাউন্ডেশন গুডনেসের প্রতিষ্ঠাতা জানান 'আমরা ৬০টি বিদেশী দলকে খেলার জন্য শ্রীলংকায় আমন্ত্রণ জানিয়েছিলাম। দলগুলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের।'
'এই মুহূর্তে অস্ট্রেলিয়ার তিনটি দল এখানে আছে। ক্যানেবেরা (অনূর্ধ্ব ১৩), সিডনি (অনূর্ধ্ব-১৫) এবং পার্থের নারী ক্রিকেট দল। ক্রিকেটাররা নিরাপত্তা ইস্যুতে বেরই হচ্ছে না। জঙ্গি হামলার কারণে ক্রিকেটাররা দ্রুত শহর ছাড়তে চায়।'
এদিকে হামলার কারণে বেশ কিছু দল শ্রীলংকায় আসতে চাইবে না বলে আশংকা করছেন তিনি। তাঁর ভাষায়,
'মে মাসের দুই তারিখের মধ্যে আরও আটটি দল শ্রীলংকায় পৌঁছানোর কথা। কিন্তু মনে হচ্ছে, হামলার কারণে তাঁরা আসবে না।'