ওয়ানডের জন্য প্রস্তুত নন নারাইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আঙ্গুলের ইনজুরি এখনও পুরোপুরি সেরে উঠে নি উইন্ডিজ স্পিনার সুনিল নারাইনের। ইনজুরি নিয়ে টি-টুয়েন্টি ম্যাচে খেলা চালাতে পারলেও ওয়ানডে ম্যাচে সেটা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
চলতি আইপিএলে আঙ্গুলে চোট নিয়ে খেলে যাওয়া এই স্পিনার এখনি ওয়ানডে ফরম্যাটের জন্য প্রস্তুত নন। বুধবার ঘোষিত উন্ডিজ বিশ্বকাপ স্কোয়াডে জায়না না পাওয়ার পর এমনটাই জানিয়েছেন তিনি।

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে এসে আঙ্গুলে চোট পেয়েছিলেন নারাইন। যেকারণে খেলতে পারেন নি পিএসএলের প্রথম ভাগে। তবে সেই ইনজুরি পুরোপুরি সেরে না উঠলেও খেলছেন আইপিএলে।
'আমি মনে করি আমার আঙ্গুল এখনও ওয়ানডে খেলার জন্য প্রস্তুত না। চোট নিয়ে আমি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পারবো সেখানে মাত্র ৪ ওভার বোলিং করতে হয়। কিন্তু সেখানেও এতো ???হজ না আমার জন্য।
'ফিজিওর সাহায্য নিতে হয় আমাকে। এটাই আমাকে আটকে ধরে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য। দলের জন্য নিজের সেরাটা দিতে পারবো না এই চোট নিয়ে।' (বিশ্বকাপ দলে জায়গা না হওয়ার পর নারাইন)
তবে বিশ্বকাপের মাঝপথে এসে আঙ্গুলের ইনজুরি পুরোপুরি সেরে উঠার কথা নারাইনের। সে সময় বিশ্বকাপ দলে বদলি ক্রিকেটারের প্রয়োজন হলে প্রস্তুত থাকবেন তিনি। তাঁর ভাষায়,
'এই মুহূর্তে নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। আমি চাইনা কেউ ইনজুরিতে পড়ুক। তবে যদি হয় আর আমি খেলার মত অবস্থায় থাকি তাহলে যেকোন সময় মাঠে নামতে প্রস্তুত আছি।'