শচিন-লক্ষণকে ভারতীয় বোর্ডের চিঠি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডে??্ক রিপোর্ট ||
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী একইসঙ্গে ক্রিকেট বিষয়ক দুই পদে বহাল থাকতে পারবেন না কোন কর্মকর্তা। এই ইস্যুতে শচিন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষণকে চিঠি দিয়েছে বিসিসিআই।
ভারতের ক্রিকেট অ্যাডভাইজর কমিটির (সিএসি) দুই সদস্য হচ্ছেন শচিন এবং লক্ষণ। কিন্তু এমন দায়িত্বে বহাল থাকার পরেও চলমান আইপিএলে সম্পৃক্ততা আছে এই দুজনের।

মুম্বাই ইন্ডিয়ান্স দলের উপদেষ্টা হিসেবে আছেন শচিন, অপরদিকে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ দলের উপদেষ্টার ভূমিকায় আছেন লক্ষণ।
বিষয়টি বিসিসিআইয়ের নিয়ম বহির্ভূত। আর তাই এই দুই সাবেক তারকা ক্রিকেটারকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিসিসিআই।
অবশ্য কয়েকদিন আগে একই ইস্যুতে সৌরভের দ্বারপ্রান্তে গিয়েছিল বিসিসিআইয়ের একটি তদন্ত কমিটি। কেননা সিএসির আরেক সদস্য সৌরভ এবারের আইপিএলে দিল্লী ক্যাপিটালস দলের উপদেষ্টা।
এছাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বেও আছেন কলকাতার মহারাজ খ্যাত সৌরভ। তবে তাঁর সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছে বিসিসিআই।