promotional_ad

জয়ের বিকল্প নেই ব্যাঙ্গালুরুর, চারে ওঠার সুযোগ পাঞ্জাবের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাত্র ৬ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে সবার তলানিতে থাকলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে এখনও সুযোগ রয়েছে প্লে-অফে জায়গা করে নেয়ার। হাতে থাকা চার ম্যাচের চারটিতে জেতার পাশাপাশি বাকি দলগুলোর পারফর্মেন্সের দিকে চেয়ে থাকতে হবে তাদের। তবে একটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে ব্যাঙ্গালুরু।


প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে ব্যাঙ্গালুরু। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ঘরের মাঠে পাঞ্জাবকে আতিথ্য দিচ্ছে ভিরাট কোহলির দল।


পক্ষান্তরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাঞ্জাব। তাঁদের সামনে সুযোগ রয়েছে টেবিলের সেরা চারে জায়গা করে নেয়ার। যেকারণে এই ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না রবিচন্দ্র অশ্বিনের নেতৃত্বাধীন দলটি।



promotional_ad

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে চাইবে পাঞ্জাব। তবে ইনজুরিতে থাকা মুজিব উর রহমানকে এই ম্যাচ পাওয়ার সম্ভাবনা রয়েছে দলটির।


এছাড়া পাঞ্জাবের একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দুই ওপেনার ক্রিস গেইল এবং লোকেশ রাহুল বেশ ভালো ছন্দে আছেন, সঙ্গে মিডেল অর্ডারও ভালো পারফর্ম করছে।


ব্যাঙ্গালুরুকে যদি এই ম্যাচে জিততে হয় তাহলে জ্বলে উঠতে হবে দলের টপ অর্ডারকে। অধিনায়ক ভিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ছাড়া মিডেল অর্ডারে মঈন আলির ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ব্যাঙ্গালুরু।


দুই দলের শেষ দেখায় শেষ হাসি হেসেছিল ব্যাঙ্গালুরু। গেইলের অপরাজিত ৯৯ রানের ইনিংসটি ম্লান করেছিলেন ভিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। নিজেদের শেষ ম্যাচে চেন্নাইয়ের মত দলের বিপক্ষে জিতেছে ব্যাঙ্গালুরু। কিন্তু দিল্লীর কাছে হেরেছে পাঞ্জাব। তাই আত্মবিশ্বাসের পাল্লা কোহলি বাহিনীর একটু বেশীই ভারী এই ম্যাচে।



রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), ভিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মঈন আলী, মার্কাস স্টয়নিস, অক্ষদীপ নাথ, পবন নেগী, উমেশ যাদব, ডেল স্টেইন, নবদিপ সাইনি, যুবেন্দ্র চাহাল।


কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, ডেভিড মিলার, মান্দিপ সিং, সরফরাজ খান, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), হার্ডাস ভিলজেন, মুজিব উর রহমান, মোহাম্মদ শামী, মুরুগান অশ্বিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball