অন্য দল আগেই বসিয়ে দিতঃ ওয়াটসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
লাগাতার ব্যাটিং ব্যর্থতায় অনেক আগেই শেন ওয়াটসনকে ডাগ আউটে বসিয়ে দিত যে কোন দল। কিন্তু তাঁর ওপর আস্থা রেখেছে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কোচ স্টিফেন ফ্লেমিং। যে কারণে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ শেষে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়াটসন।
হায়দ্রাবাদের ম্যাচের আগে বড় কোন ইনিংস ছিল না ওয়াটসনের ঝুড়িতে। শেষ ১০ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র ১৪৭ রান, ছিল না কোন ফিফটি। টুর্নামেন্টে দলের ১১তম ম্যাচে এসে নিজেকে খুঁজে পেয়েছেন ওয়াটসন। প্রতিদান দিয়েছেন ধোনি-ফ্লেমিংয়ের আস্থার।

৫৩ বলে ৯৬ রানের ইনিংস খেলে জিতিয়েছেন দলকে এবং নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে চেন্নাইয়ের এই ওপেনার বলেন,
'ব্যাট হাতে বড় স্কোর হচ্ছিলনা। কিন্তু চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আমার উপর আস্থা রেখেছিল। তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ আমার উপর বিশ্বাস ???াখার জন্য।
'এখন পর্যন্ত যে কয়টি দলের হয়ে খেলেছি তাদের হয়ে এমন পারফর্ম করলে আগেই আমাকে বেঞ্চে বসিয়ে দিতেন তারা। কিন্তু চেন্নাই সেটা করেনি, তাঁরা বিশ্বাস রেখেছে, আমি সেটার প্রতিদান দিয়েছি।'
মঙ্গলবারের ম্যাচের মত গেল আসরের আইপিএল ফাইনালেও জ্বলে উঠেছিলেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংসকে তৃতীয় শিরোপা এনে দেয়ার পেছনে মূল কারিগর ছিলেন তিনি। ফাইনালে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে হায়দ্রাবাদের বিপক্ষে দলের জয় নিশ্চিত করেছিলেন এই অজি তারকা।