হায়দ্রাবাদকে হারিয়ে শীর্ষে চেন্নাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
১১ ম্যাচে ৮ জয়ে এখন সবার উপরে আছে তাঁরা। এই ম্যাচে হায়দ্রাবাদের দেয়া ১৭৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। তাঁরা দলীয় ৩ রানেই হারায় ফাফ ডু প্লেসিসের উইকেট।
তিনি মাত্র ১ রান করে রান আউটের শিকার হয়েছেন। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে ৭৭ রানের জুট গড়েন ওয়াটসন। রায়না ২৪ বলে ৩৮ রান করে ফিরলে রাইডুকে নিয়ে রান বাড়িয়েছেন ওয়াটসন।
শু???ু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ওয়াটসন সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে আউট হয়েছেন। ৫৩ বলে তাঁর ৯৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি ছক্কা ও ৯টি চারে।
রাইডু শেষ দিকে আউট হয়েছেন ২১ রান করে। এরপর কেদার যাদব ও ডুয়াইন ব্রাভো মিলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। কেদার যাদবের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১১ রান। ব্রাভো কোনো রান না করেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
হায়দ্রাবাদের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, সন্দিপ শর্মা ও রশিদ খান। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন।

এর আগে, মনিষ পান্ডের ঝড়ো ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৭৫ রানের বড় পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের।
দলীয় ৫ রানেই ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। তিনি রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন হরভোজন সিংয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
বেয়ারস্টো ফিরে গেলে দ্বিতীয় উইকেটে ১১৫ রান যোগ করেন ওয়ার্নার ও মনিষ পান্ডে। এই দুজনের ব্যাটেই দলীয় শতক পূরণ হয় হায়দ্রাবাদের। জুটির পথে মাত্র ২৫ বলে দারুণ এক অর্ধশতক তুলে নেন মনিষ পান্ডে।
তাঁর সঙ্গী ওয়ার্নারও পেয়েছেন অর্ধশতকের দেখা। তাঁর অর্ধশতক এসেছে ৩৯ বলে। ওয়ার্নার ৪৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হলে এই জুটি ভাঙে। তৃতীয় উইকেটে মনিষকে দারুণ সঙ্গ দিয়েছেন বিজয় শঙ্কর।
তাঁর ব্যাট থেকে এসেছে ২০ বলে ২৬ রানের কার্যকর ইনিংস। শেষ দিকে ইউসুফ ৪ বলে ৫ রান করে অপরাজিত থেকে হায়দ্রাবাদকে বড় সংগ্রহে পৌঁছে দিয়েছেন।
মানিষ ৪৯ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন। ৩টি ছয় ও ৭টি চারে তাঁর ইনিংসটি সাজানো ছিল। চেন্নাইয়ের হয়ে হরভোজন সিং ২টি ও দীপক চাহার নিয়েছেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৭৫/৩ (২০ ওভার)
(মনিষ ৮৩*, ওয়ার্নার ৫৭; হরভোজন ২/৩৯)
চেন্নাই সুপার কিংসঃ ১৭৬/৪ (১৯.৫ ওভার)
(ওয়াটসন ৯৬, রায়না ৩৮; ভুবনেশ্বর ১/১৮)