দেশে ফিরে যাচ্ছেন কেন উইলিয়ামসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ মাঠে নামা হচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। দাদির মৃত্যুর কারণে দেশে ফিরে গেছেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে হায়দ্রাবাদের একাদশে থাকতে পারেন মোহাম্মদ নবী অথবা সাকিব আল হাসান।
আগামী ২৭ এপ্রিল আইপিএলে ফেরার কথা রয়েছে উইলিয়ামসনের। এদিন রাজস্থানের বিপক্ষে খেলবে হায়দ্রাবাদ। এই ম্যাচে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।

এবারের আসরের শুরু দিকেও হায়দ্রাবাদের হয়ে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি উইলিয়ামসন। মূলত কাঁধের ইনজুরিতে একাদশের বাইরে ছিলেন তিনি। তাঁর অবর্তমানে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়েছেন ভুবনেশ্বর কুমার।
এদিকে, মঙ্গলবারই আইপিএলের এবারের আসরে শেষ ম্যাচ খেলতে নামছেন হায়দ্রাবাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তাছাড়া, এই মাসের শেষের দিকেই দেশে ফিরে যাবেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দেশে ফেরায় বড় বিপদে পড়তে যাচ্ছে হায়দ্রাবাদকে। স্কোয়াডে ভারসাম্য আনতে একাদশে ফেরানো হতে পারে অভিজ্ঞ সাকিব আল হাসানকে।