রাতে চেন্নাইয়ের মুখোমুখি হায়দ্রাবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দশম ম্যাচে রাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
শেষ চারে নিজেদের জায়গা পাকা করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হায়দ্রাবাদের। নিজেদের শেষ দুই ম্যাচেই বড় জয়ের স্বাদ পেয়েছে হায়দ্রাবাদ। ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবেলা করবে দলটি।

৯ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। চেন্নাইকে হারাতে পারলে মুম্বাই ইন্ডিয়ান্সকে টপকে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে জায়গা করে নেবে সানরাইজার্সরা।
টুর্নামেন্টের শুরু থেকেই রানের মধ্যে আছেন হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। টুর্নামেন্টে নিজের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবেন বেয়ারস্টো।
এরপর ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন। এই ম্যাচে হায়দ্রাবাদের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
চেন্নাই সুপার কিংস একাদশ (সম্ভাব্য): শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদভ, এমএস ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), সাকিব আল হাসান/উইলিয়ামসন, বিজয় শংকর, দীপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, খালীল আহমেদ।