promotional_ad

২৫ বলে শতক, ইনিংসে ২০ ছক্কা!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ফিফটিতে পৌঁছাতে খরচ করেছেন ১৭ বল, পরের ফিফটি করেছেন মাত্র ৮ বলে। মোট ২৫ বলে পূরণ করেছেন শতক, নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। গ্লুচেস্টারশায়ার ‘সেকেন্ড ইলেভেন’ এর জার্সিতে বাথ সিসি’র বিপক্ষে এই রেকর্ড গড়েছেন স্কটল্যান্ডের জর্জ মানসি। 


সেঞ্চুরি পূরণের পরও থেমে যান নি এই ব্যাটসম্যান। ইনিংসে মোট হাঁকিয়েছেন ২০টি ছক্কা। যার মধ্যে এক ওভারে ছিল ৬ ছক্কা। শেষ পর্যন্ত ৩৯ বলে অপরাজিত ছিলেন ১৪৭ রানে। যদিও টি-টুয়েন্টি এই ম্যাচটি ছিল আনঅফিসিয়াল। যেকারণে রেকর্ড বইয়ে মানসির ইনিংসটি অন্তর্ভুক্ত নাও হতে পারে।



promotional_ad

টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি দখল করে রেখেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারির্সের বিপক্ষে ৩০ বলে পূরণ করেছিলেন ১০০ রান।


অফিসিয়াল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও তাঁর দখলে। একই ম্যাচে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান এই হার্ডহিটার। যাতে ব্যাঙ্গালুরু  করেছিল ৫ উইকেটে ২৬৩ রান। 


যদিও দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি আফগানিস্তানের দখলে রয়েছে। চলতি বছরে শুরুতেই ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে  ৩ উইকেটে ২৭৮ রান করেছিল আফগানিস্তান।



তাদের সেই কীর্তিকে ছাড়িয়ে গেছে গ্লুচেস্টাশায়ার। মানসির সেঞ্চুরির সঙ্গে ৫৩ বলে তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন তাঁর ওপেনিং সঙ্গী জেপি উইলোস। ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে গ্লুচেস্টারশায়ার করেছে অবিশ্বাস্য ৩২৬ রান! 


সূত্রঃ আইসিসি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball