বাংলাদেশের দুর্বলতা খুঁজে বের করলেন রমিজ রাজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এখন পর্যন্ত মোট ৭বার ফাইনাল এবং সেমিফাইনাল খেললেও বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারে নি বাংলাদেশ দল। কোন ট্রফি না জেতার অভিজ্ঞতা ছাড়াই ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে যাচ্ছে টাইগাররা। যা বিশ্বকাপে বাংলাদেশ দলের একটি নেতিবাচক দিক বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা।
কোন টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা না থাকলে বড় মঞ্চে অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়তে পারে যে কোন দল। তাই এই দিকটি বাংলাদেশকে দ্রুত ঠিক করতে হবে বলে মনে করছেন রমিজ।

তিন বার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছে সাকিব-তামিমরা। এছাড়া বেশ কয়েকবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও হেরেছে তাঁরা। ধীরে ধীরে শিরোপার পথে আগানো বাংলাদেশ দলকে নিয়ে রমিজ জানান,
'বাংলাদেশ দলের অন্যতম দুর্বলতা এখন পর্যন্ত তারা কোন আন্তর্জাতিক ট্রফি জিততে সক্ষম হয়নি। সাত সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছে বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু এখন অবধি শিরোপা তাদের হাতে উঠেনি। যখন আপনার শিরোপা জেতার অভিজ্ঞতা না থাকে, সে সময় আপনি বিশ্বকাপের মতো বড় মঞ্চে লক্ষ্যের সামনে থাকলেও অভিজ্ঞতার অভাবে আপনি পরিস্থিতি খারাপ করে দিতে পারেন।
'এই নেতিবাচক দিকটি বাংলাদেশকে ঠিক করতে হবে। যদিও তারা ধীরে ধীরে শিরোপার দিকে এগোচ্ছে। কারণ এশিয়া কাপে ভারতের পর সবচেয়ে ভালো দল ছিল তারা। ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছে তারা।
'এমনভাবে নিদাহাস ট্রফির ফাইনালেও কাছে গিয়েও ভারতের বিপক্ষে হেরেছে তারা। ধীরে ধীরে এগোচ্ছে তারা শিরোপার দিকে। তবে কোনো ট্রফি ঘরের তোলার অভিজ্ঞতা ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ এটা একটা নেতিবাচক দিক।'
২০১৯ বিশ্বকাপে সব থেকে অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাশরাফি বিন মর্তুজার দল।