promotional_ad

বাংলাদেশ বিশ্বকাপের ডার্ক হর্সঃ রমিজ রাজা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে যে কোন দলের বিপক্ষে অঘটন ঘটাতে সক্ষম বাংলাদেশ দল। অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারে ঠাসা বাংলাদেশকে বিশ্বকাপের 'ডার্ক হর্স' আখ্যা দিয়েছেন পাকিস্তানের হয়ে ১৯৮ ওয়ানডে খেলা সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
 
বাংলাদেশ দলের মধ্যে রয়েছে উদ্যম, রয়েছে দৃঢ় প্রত্যয়ী মনোভাব। যা তাদেরকে বিশ্বের যে কোন দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে এগিয়ে রাখে সব সময়ই। বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই বাংলাদেশ দল অপ্রত্যাশিত কিছু করে বসবে বলে বিশ্বাস করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।


'বিশ্বকাপের মঞ্চে আপনি বড় দল কিংবা ছোট দল হন না কেন যদি আপনার মধ্যে উদ্যম থাকে এবং আপনার কাছে সমর্থক থাকে। অভিজ্ঞতার থাকে ভালো খেলার, যা বাংলাদেশের আছে। তাহলে আপনি আগুনে লাফ দিতেও দ্বিধা করবেন না। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন নিজের সামর্থ্যের ব্যাপারে, প্রতিপক্ষকে আমলে না নিয়ে নিজের জায়গায় প্রত্যয়ী থাকেন তাহলে ভালো ফলাফল আসবেই।



promotional_ad

'এই জায়গায় বাংলাদেশ এমন করতে পারে। আপনাকে এখানে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলতে হবে। কারণ এই টুর্নামেন্টের ফরম্যাট আলাদা, আপনাকে সব দলের বিপক্ষে খেলতে হবে। বাংলাদেশ আপ সেট করতে সক্ষম। বিশ্বকাপে ডার্স হর্স বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে অনেক দলের বিপক্ষেই আপ সেট ঘটাতে সক্ষম তারা।'


২০০৭ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে গ্রুপ পর্বে হারিয়ে সেরা আটে উঠেছিল বাংলাদেশ দল। এরপর বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল দলটি। ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল দলটি। ২০১৫ বিশ্বকাপেও শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। 


এবারও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে অঘটন ঘটাতে প্রস্তুত টাইগাররা। আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্ব ক্রিকেটের বড় এই আসর। দশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতিটি দল প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে। সম্পূর্ণ উন্মুক্ত এই টুর্নামেন্টে তাই দল গুলোর সর্বোচ্চ ক্রিকেটটাই খেলার চেষ্টায় থাকবে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball