বাংলাদেশ-আয়ারল্যান্ড চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গ্যাব্রিয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গ্যাব্রিয়েল। এরপর থেকে টেস্ট দলে নিয়মিত থাকলেও সুযোগ হয়ে ওঠেনি ওয়ানডে খেলার।
এবার ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারও সীমিত ওভারের ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে থাকা ৩০ বছর বয়সী এই ক্যারিবিয়ান বিশ্বাস করেন শুধু টেস্টেই নয়, ওয়ানডেতেও পারফর্ম করার যথেষ্ট সামর্থ্য রয়েছে তাঁর।
'টেস্ট ক্রিকেট থেকে ফেরার পরও আমার ভূমিকা তেমন পরিবর্তন হয়নি বলে আমি মনে করি। তাঁরা আমাকে এমন একজন বোলার হিসেবে বিবেচিত করে যে মাঠে যাবে এবং উইকেট নেয়ার চেষ্টা করবে। আমি মনে করি আমার ভূমিকা সকলের কাছে সুস্পষ্ট এবং আমি সর্বদা চ্যালেঞ্জ উপভোগ করি। আমি শুধুমাত্র মাঠে গিয়ে আমার সেরা সামর্থ্য দিয়ে পারফর্ম করতে চাই এবং ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই,' বলেছেন গ্যাব্রিয়েল।

দীর্ঘ দিন থেকে ওয়ানডে ক্রিকেটে না খেললেও সুযোগ পেলে তাঁর সদ্ব্যবহার করতে বদ্ধপরিকর গ্যাব্রিয়েল। আর সেই কারণে প্রতি মুহূর্তে নিজের উন্নতির প্রতি গুরুত্ব দিচ্ছেন তিনি। উইন্ডিজ এই পেস তারকা বলেছেন,
'আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও আমি ওয়ানডে ক্রিকেটে খেলতে পারি। আমি প্রতি মুহূর্তে উন্নতি করছি। এক বছরেরও বেশি সময় ধরে আমি ওয়ানডে ক্রিকেটে খেলি না, সুতরাং আমি যখনই সুযোগ পাবো সেটার সদ্ব্যবহার করবো।'
ইতিমধ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে উইন্ডিজ দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপের জন্য এই ক্যাম্পটি অত্যন্ত জরুরী গ্যাব্রিয়েলের কাছে।
'ক্যাম্প ভালোই কাটছে। সতীর্থরা কঠোর পরিশ্রম করছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে। আমি মনে করি এটা আমাদের পরবর্তী কয়েকটি মাসের প্রস্তুতির জন্য এটা গুরুত্বপূর্ণ।'
উল্লেখ্য উইন্ডিজদের হয়ে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলেছেন শ্যানন গ্যাব্রিয়েল। যেখানে ৫.৫৯ ইকোনমি রেটে ২৩টি উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডে কম খেললেও টেস্টের নিয়মিত মুখ এই ক্যারিবিয়ান। এখন পর্যন্ত সাদা জার্সিতে ৪৩টি ম্যাচ খেলে ১২৯টি উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল।
ত্রিদেশীয় সিরিজের উইন্ডিজ স্কোয়াড: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেল্ডন কর্টরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল আমব্রিস, রেইমন রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাসলে নার্স, রস্টন চেজ, শেন ডওরিচ, জোনাথান কার্টার।